ওয়েব ডেস্ক: তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারই শুধু নন। দক্ষিণ আফ্রিকার টি২০ দলের অধিনায়কত্বও করেছেন। যেমন ভালো স্পিনার, তেমনই ব্যাটের হাতটিও ভালো তাঁর। হ্যাঁ, জোহান বোথার কথা বলা হচ্ছে। আইপিএলেও বেশ ভালো পারফরম্যান্স বোথার। দেশের জার্সিতে খেলেছেন ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিশ্বের সেরা ১০ হ্যান্ডসামের তালিকায় তৃতীয় ঋত্ত্বিক রোশন!


এরপর ২০১২ সাল থেকেই অস্ট্রেলিয়ায় গিয়ে বসবাস শুরু করেন বোথা। সেখানকার ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলতেন। গত চার বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকার পর সে দেশের নাগরিকত্বও পেয়ে গেলেন বোথা। অস্ট্রেলিয়ার হয়ে খেলার পর ফের দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে দেখা গিয়েছে অনেককেই। এবার বোথা দেখালেন, দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার পর অস্ট্রেলিয়াতে গিয়েও থাকা যায়।



আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করতে গিয়ে এ কী ভুল করে বসলেন যুবি!