নিজস্ব প্রতিবেদন: কৃষি বিলের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই কৃষকরা নানা ধরনের প্রতিবাদ দেখিয়ে আসছেন। রাজধানীর প্রবল ঠাণ্ডা উপেক্ষা করে কৃষকরা তাঁদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইন প্রত্যাহারের দাবি থেকে সরে দাঁড়াননি আন্দোলনকারীরা। এবার তাঁদের অবস্থান আরও জোরালো হল। আক্ষরিক অর্থেই শক্তি বাড়ল। প্রতিবাদী কৃষকদের পাশে দাঁড়ালেন কুস্তিগির দ্য গ্রেট খালি।


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, খালি নিজে পৌঁছে গিয়েছেন বিক্ষোভ আন্দোলনের জায়গায়। কৃষকদের ভরসা দিচ্ছেন। একইসঙ্গে শক্তি জোগাচ্ছেন। স্লোগান দিচ্ছেন। বলছেন তাদের জয় হবেই।



এরপর খালি জানান, " দেশের প্রতিটি মানুষ কৃষকদের কাছে ঋণী। তাঁদের এই বিপদের মুখে ফেলা উচিত নয়। এ সমস্যা গোটা দেশের কৃষকদের। ফলে এতে দেশের ক্ষতি হবে। কৃষির অচলাবস্থা কখনই কাম্য নয়।"


এর আগে কৃষকদের ওপর অত্যাচারের প্রতিবাদে গর্জে ওঠেন পঞ্জাব এবং হরিয়ানার এক ঝাঁক প্রাক্তন ক্রীড়াবিদ। কৃষকদের দাবি না মানা হলে পাঞ্জাবের ১৫০ জন ক্রীড়াবিদ নিজেদের পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন।



আরও পড়ুন - 'আই লাভ ইউ দিয়েগো'- মারাদোনাকে আবেগঘন চিঠি পেলের