ওয়েব ডেস্ক: এ যেন অন্য এক রোনাল্ডো। শনিবার রাতে বিশ্বফুটবল দেখল পর্তুগালের অন্য সিআরসেভেনকে। গ্রুপ লিগের ম্যাচে আইসল্যান্ডের কাছে আটকে যাওয়ার পর বিপক্ষ ফুটবলারদের সঙ্গে হাত না মিলিয়েই হাত ছেড়েছিলেন রোনাল্ডো। তবে শনিবার কোয়ার্টার ফাইনালে ওঠার পর সেলিব্রেশন গা না ভাসিয়ে রোনাল্ডো ছুটে যান ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের দিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মেসির পর এবার রোনাল্ডোকে নিয়ে পড়লেন মারাদানো!


ইউরো থেকে ছিটকে যাওয়ার পর তখন কান্নায় ভেঙে পড়েছেন রিয়াল তারকা মদ্রিচ। কাছে গিয়ে মদ্রিচকে জড়িয়ে ধরেন সিআরসেভেন। বেশ কিছুক্ষণ ধরে তাঁকে স্বান্তনা দেন। কয়েকদিন আগে রিয়ালের হয়ে একসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন রোনাল্ডো আর মদ্রিচ। তাই আনন্দের দিনেও বন্ধুকে ভোলেননি বিশ্বফুটবলের সেরা তারকা।


আরও পড়ুন  সোমবার সকালে শতবর্ষের কোপা আমেরিকার ফাইনাল