Exclusive, Deep Dasgupta: `এজবাস্টনে চতুর্থ দিনের প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে`
প্রথম এক ঘণ্টা ভারতকে উইকেট হারালেন চলবে না। বলছেন দীপ দাশগুপ্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠে বসে ভারত-ইংল্যান্ড ম্যাচ নিজের চোখে দেখেছেন দীপ দাশগুপ্ত (Deep Dasgupta)। জি ২৪ ঘণ্টার বিশেষ অনুষ্ঠান 'এজবাস্টনে এগিয়ে ভারত'-এ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীপ। চতুর্থ দিনের খেলা শুরুর আগে দীপ বলছেন যে, ম্যাচের প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ভারতের প্রথম ইনিংসের ৪১৬ রানে জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৮৪ রানে। ফলো-অন এড়াতে পেরেছে ইংরেজরা। রবিবার টেস্টের তৃতীয় দিনে ১৩২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান স্কোরবোর্ডে। ২৫৭ রানের লিড নিয়েছে জসপ্রীত বুমরা অ্যান্ড কোং। ১৩৯ বল খেলে ৫০ রানে অপরাজিত আছেন চেতেশ্বর পূজারা। তাঁকে সঙ্গ দিচ্ছেন দলের সহ-অধিনায়ক ও গত ম্যাচের সেঞ্চুরিকারী ঋষভ পন্থ (৪৬ বলে ৩০)।
পূজারা-পন্থদের উইকেট হারালেন চলবে না বলেই মত দীপের। তিনি বলেন, "অবশ্য়ই এজবাস্টনে এগিয়ে ভারত। ২৫৭ রানের লিড। সাত উইকেট হাতে রয়েছে। দু'জন ব্যাটার ক্রিজে সেট হয়ে গিয়েছে। একটা জিনিস দেখতে হবে যে, এই পুরো ইংলিশ সামারে উইকেটগুলি পড়েছে মূলত নতুন বলে। বলটা এখন ৪৫ ওভার পুরনো বল। অতটা সাহায্য পাবেন না বোলাররা। ব্যাটিং তুলনামূলক সহজ হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে, ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত তিনটি টেস্টে ২৯৯ বা ২৭০ তাড়া করে ওরা জিতেছে শেষ দিনে। প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত হাতে উইকেট রাখতে পারলে, অবশ্যই এগিয়ে যাবে।" দীপ আরও বলছেন যে, পূজারার জন্য এই ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
আরও পড়ুন: WATCH: কোভিডকে হারিয়ে মাঠে ফিরলেন রোহিত, শুরু করে দিলেন অনুশীলন, ভিডিও ভাইরাল
আরও পড়ুন: Bairstow-Kohli: বিরাটের সঙ্গে মাঠে তুমুল ঝামেলা বেয়ারস্টোর, তবুও ইংরেজের মুখে এক সঙ্গে ডিনারের কথা!
আরও পড়ুন: Women's Hockey World Cup 2022: ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু দেশের মেয়েদের