জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ( IND vs PAK, ICC T20 World Cup 2022) অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া (Team India)। আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত (IND vs NED)। মেলবোর্ন থেকে সিডনিতে চলে এসেছেন রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma)। বিসিসিআই (BCCI) ট্যুইটারে সেই ভিডিয়ো শেয়ার করেছে। একেবারে আত্মবিশ্বাসে ফুটছে নীল জার্সিধারীরা। পাক ম্যাচে ভারতের অন্যতম নায়ক হার্দিক পাণ্ডিয়াকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নাও দেখা যেতে পারে! এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ মেলবোর্নের ধকলে অত্যন্ত ক্লান্ত হার্দিক। তাঁকে টিম রিকভারি ব্রেক দিয়েছে বলেই খবর। হার্দিকের জায়গায় দীপক হুডাকে (Deepak Hooda) খেলানোর পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি প্রাক্তনরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এটা দিনের আলোর মতোই পরিস্কার যে, নেদারল্যান্ডস সেঅর্থে ভারতের কাছে প্রতিপক্ষ নয়। কারণ তাঁরা ভয়ংকর কোনও শক্তিশালী দল নয়। বিশ্বকাপ শুরুর আগেই ভারত অধিনায়ক রোহিত বলেছিলেন যে, দরকারে প্রতি ম্যাচেই এক বা দু'জনকে পরিবর্তন করতে পিছপা হবেন না তাঁরা। সেক্ষেত্রে হার্দিককে বিশ্রাম দেওয়াই যায়। মেলবোর্নের মাঠ যেহেতু অনেকটাই বড়, সেহেতু অনেক ড্রাইভই বাউন্ডারি পর্যন্ত যায় না। ফলে নির্ভর করতে হয় সিঙ্গল বা ডাবল রানের ওপর। হার্দিক পাকিস্তানের বিরুদ্ধে শুধু ব্যাট করার সময়ই তাঁকে দৌড়াতে হয়নি। হার্দিক কিন্তু নির্ধারিত কোটার চার ওভার বল করে তুলে নিয়েছিলেন তিন উইকেটও। ফিল্ডিংয়ের সময়ও দৌড়ের কথা মাথায় রাখতে হবে। হার্দিক ম্যাচের পর বলেছেন যে, তাঁর ক্র্যাম্প ধরেছে এবং তিনি বিধ্বস্ত। ফলে হার্দিককে সম্ভবত বিশ্রাম দিলেও দিতে পারে ভারত। সেই বিলাসিতার সুযোগ নেদারল্যান্ডসের বিরুদ্ধে রয়েছে টিম ইন্ডিয়ার।



আরও পড়ুন: Watch | Urvashi Rautela | Rishabh Pant | IND vs PAK: মাঠে 'ঊর্বশী...ঊর্বশী...ঊর্বশী' রব! দেখুন পন্থের প্রতিক্রিয়া


আরও পড়ুন: পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


পাকিস্তানের ১৫৯ রান তাড়া করতে নেমে ভারত ৩১ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। ম্যাচ থেকে কার্যত বেরিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দলকে খাদের কিনারা থেকে তুলে এনে ম্য়াচ জেতান বিরাট-হার্দিক। চতুর্থ উইকেট পার্টনারশিপে বিরাট-হার্দিক ১১৩ রান যোগ করেছিলেন স্কোরবোর্ডে। ৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন হার্দিক। ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট। এখন দেখার হার্দিকের বদলে ভারত হুডাকে খেলায় কিনা! নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলার পর ভারত তৃতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৩০ অক্টোবর, রবিবার ম্যাচ। সেই ম্যাচে হার্দিক খেলবেনই তা বলার অপেক্ষা রাখে না। তাঁর আগে হয়তো ভারত হার্দিককে ব্রেক দিয়ে একেবারে তরতাজা করে নিতে চাইবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)