ওয়েব ডেস্ক: এই প্রথম অধিনায়কত্বের চাপ হাড়ে হাড়ে টের পেতে চলেছেন বিরাট কোহলি। দীর্ঘ ১৫ মাস পরে দেশের মাটিতে কোনও সিরিজ হারের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় দল। ২০১৫-র অক্টোবরে ২-৩ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের ম্যাচের সিরিজ হেলায় জিতলেও প্রথম টি২০ ম্যাচে হেরে গিয়েছে ভারত। কানপুরের পর দ্বিতীয় ম্যাচে নাগপুরেও যদি ভারতীয় দল হারে, তাহলে টি২০ সিরিজ হারতে হবে ভারতকে। বলাইবাহুল্য বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি সেটা কোনও মতেই হতে দিতে চাইবেন না। তাই নাগপুরের ম্যাচ ডু অর ডাই ভারতীয় দলের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রয়াত মহম্মদ শামির বাবা তৌসিফ আলি


এই ম্যাচে বিরাটকে টিম কম্বিনেশনে জোর দিতে হবে। যে যে জায়গায় পরিবর্তনের কথা বিশেষজ্ঞরা বলছেন, সেগুল হল - এক, পারভেজ রসুলের পরিবর্তে অবশ্যই খেলানো হোক অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্রকে। যশপ্রীত বুমরাহকে আর আগের মতো ধারালো দেখাচ্ছে না। তাঁর ইয়র্কার মোটেও ঠিক জায়গায় পড়ছে না শুরুর দিকের মতো। তাই তাঁর পরিবর্তে দলে নিয়ে আসা হোক ভূবনেশ্বর কুমারকে। আশিস নেহরাও চোট সারিয়ে দীর্ঘদিন পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও কানপুরে ম্যাচে মোটেও দাগ কাটতে পারেননি দিল্লির এই বর্ষীয়ান পেসার। ওপেনার কে এল রাহুলও রানের মধ্যে নেই। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সেরা একাদশ বাঁছতে হবে ক্যাপ্টেন কোহলিকে। তাহলেই এড়ানো যাবে সিরিজ হারের ভ্রুকুটি।


আরও পড়ুন  একদিনের ক্রিকেটে আইসিসির তালিকায় নামলেন কোহলি, উঠলেন ধোনি