নিজস্ব প্রতিবেদন :  মহেন্দ্র সিং ধোনির পর এবার বিরাট কোহলিকেও পা ছুঁয়ে  প্রণাম করলেন ভক্ত। তাও আবার ম্যাচের মাঝপথে নিরাপত্তার সব বেড়াজাল টপকে বাইশ গজের কাছে পৌঁছে গেলেন বিরাট ভক্ত। নিরাপত্তা নিয়ে উঠে এল বড়সড় প্রশ্নচিহ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি আইপিএলে ইডেন গার্ডেন্সে ডাগ-আউটে ধোনির কাছে পৌঁছে গিয়েছিলেন এক মাহি ভক্ত। প্রাক্তন ভারত অধিনায়কের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। ভক্তকে আশীর্বাদও করেন মহেন্দ্র সিং ধোনি। এরপরই নিরাপত্তারক্ষীরা আটক করে ওই ধোনি ভক্তকে।


আরও পড়ুন- পা ছুঁয়ে প্রণাম ভক্তের, আশীর্বাদ করলেন ধোনি


শনিবারের ফিরোজ শাহ কোটলাতেও একই ঘটনার পুনরাবৃত্তি। দিল্লির বিরুদ্ধে রান তাড়া করতে নেমেছে বেঙ্গালুরু। পঞ্চম ওভারের খেলা চলছে। তখন বাইশ গজে ব্যাট করছেন বিরাট কোহলি-এবি ডিভিলিয়ার্স জুটি। নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা বিরাটের কাছে মোবাইল হাতে ছুটে এলেন এক ভক্ত। পায়ে হাতে দিয়ে প্রণাম করার পরেই সেলফির আবদার বিরাট ভক্তের। গোটা ঘটনার রীতিমত অবাক হয়ে যান ভারত অধিনায়ক। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে আটক করেন ওই ভক্তকে।



এবারের আইপিএলে একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু চিন্তায় ফেলে দিয়েছে ম্যাচ আয়োজকদের। প্রশ্ন উঠেছে তারকা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও।