নিজস্ব প্রতিবেদন: গত শনিবার রোমে তুরস্ক বনাম ইতালি ম্যাচ দিয়েই ইউরো কাপের পর্দা উঠেছিল। ইটালি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তুরস্ককে। রোমের বিখ্যাত স্টেডিয়াম স্টেডিয়ো অলিম্পিকো শুধুই ইউরোর উদ্বোধনী ম্যাচের সাক্ষী থাকল না, সাক্ষী থাকল ভালবাসার। ফুটবলের আবহে বাতাসে প্রেম ছড়িয়ে দিলেন তুরস্কের যুগল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তুরস্কের এক যুবক মনের মানুষকে মনের কথাটা জানানোর জন্য বেছে নিয়েছিলেন ইউরোর মঞ্চটা। প্রেমিকা নিয়েই খেলা দেখতে এসেছিলেন তিনি। আর খেলার ফাঁকেই সে হাঁটু মুড়ে বসে হাতে আঁংটি নিয়ে বিয়ের প্রস্তাব দেন তাঁর গার্লফ্রেন্ডকে। তখন গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে তাঁদের বিশেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে শুরু করে দিয়েছে। বয়ফ্রেন্ডের হৃদস্পন্দন না বাড়িয়ে মেয়টিও সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরেই একে-অপরকে জড়িয়ে ধরেন। সেই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে যায়। এখনও আলোচনা হচ্ছে তুরস্কের ওই দুই ফ্যানের রোম্যান্টিক ভিডিয়ো নিয়ে।


আরও পড়ুন: World Blood Donor Day: রক্তের জন্য হন্যে হয়ে ঘুরেছিলেন তিনিও! রক্তদান করে জানালেন Sachin Tendulkar


ক্রিকেট, ফুটবল কিংবা অন্য যে কোনও বড় স্পোর্টিং ইভেন্ট সাক্ষী থেকেছে গ্যালারির এই ভালবাসার গল্পের। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। ভালবাসার গল্পে এবারের ইউরোতে আরও একটা পাতা জুড়ে দিলেন তুরস্কের ওই 'লাভ বার্ড'



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24