জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিয় সেলিব্রিটির প্রতি আপনার ভালবাসা দেখানোর অনেক রকম উপায় রয়েছে। কিন্তু প্রায়ই বিভিন্ন মানুষকে আমরা দেখি যারা সব সীমা অতিক্রম করে যান। এই রকমই একটি ঘটনা এবার ঘটেছে ব্রাজিলে। এই ঘটনার কথা শুনে তাজ্জব হয়ে গিয়েছেন বহু মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপনি নিলামে সেলিব্রিটিদের ব্যবহৃত জিনিসপত্র কিনতে পারেন। তাদের ছবি নিজের বাড়িতে ঝুলিয়ে রাখতে পারেন। এমনকি সেই ছবিগুলির পূজাও করতে পারেন। কিন্তু নিজের সম্পদ প্রিয় সেলিব্রিটিকে দিয়ে দিতে দেখেছেন কখনও?


এবং এই ঘটনাই ঘটেছে ব্রাজিলের বিখ্যাত ফুটবলার নেইমারের সঙ্গে। ব্রাজিলের এক ফুটবল ভক্ত তার সমস্ত সম্পদ বিলিয়ে দিতে চলেছেন নেইমারকে।


৩০ বছর বয়সী এক ভক্ত তার উইলে লিখেছেন যে তাঁর মৃত্যুর পরে যাবতীয় সম্পদ যেন নেইমারের কাছে চলে যায়।


আরও পড়ুন: WATCH | Lionel Messi: অভিনয়ে অভিষেক লিয়োর! অনুরাগীরা বলছেন এবার অভিনেতাকেই চাই


স্থানীয় মিডিয়া মেট্রোপোলসকে এই ভক্ত বলেছেন, ‘আমি নেইমারকে পছন্দ করি। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার অনেক মিল আছে। তিনি এবং আমি পরিবার নিয়ে চলতে পছন্দ করি। নেইমার এবং তার বাবার মধ্যে সম্পর্ক আমাকে আমার প্রয়াত বাবার সঙ্গে আমার সম্পর্কের কথা মনে করিয়ে দেয়’।


তিনি আরও জানিয়েছেন যে তাঁর শরীরের অবস্থা ভালো নয়। তিনি দেখেন যে তাঁর সম্পত্তি দিয়ে যাওয়ার মতো কেউ নেই। তিনি জানিয়েছেন যে তিনি চান না সরকার কিংবা তাঁর সঙ্গে যোগাযোগ না থাকা আত্মীয়-স্বজন সম্পত্তি নিয়ে যাক।


আরও পড়ুন: Jonny Bairstow, The Ashes 2023: প্রতিবাদকারীকে চ্যাংদোলা করে মাঠের বাইরে পাঠালেন 'বাহুবলী' বেয়ারস্টো! হেসে লুটোপুটি খেলেন অশ্বিন


জানা গেছে, আগেও নেইমারকে সম্পত্তি লিখে দেওয়ার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু সেই সময় আইনি বাধা ছিল বলে তা হয়ে ওঠেনি।


বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের একজন নেইমার। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে তিনি আনুমানিক আট কোটি ৫০ লাখ ডলার আয় করবেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)