নিজস্ব প্রতিবেদন: দুই অধিনায়ক, দু'জনেই বাইশ গজের কিংবদন্তি৷ একজন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), অন্যজন বিরাট কোহলি (Virat Kohli)৷ দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের ভুবন জোড়া ফ্যানবেস৷ আজও বহু ক্রিকেটারের রোলমডেল মাহি৷ অন্যদিকে ব্যাটিং মায়েস্ত্রো কোহলি ও ভারতের বর্তমান ক্যাপ্টেন এই প্রজন্মের আছে আইকন ক্রিকেটার৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাকতালীয় ভাবে ধোনি-কোহলি প্রায় একই ঘটনার সাক্ষী থাকলেন চলতি আইপিএলে৷ তাঁদের কাছে সইয়ের আবদান৷ আর যাঁরা অটোগ্রাফ নিলেন, তাঁরাও কিন্তু আইপিএল খেলছেন৷ কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস (KKR vs CSK) ম্যাচের শেষে কলকাতার উইকেটকিপার-ব্যাটসম্যান শেলডন জ্যাকসন (Sheldon Jackson) ছুটে গিয়েছিলেন ধোনির ড্রেসিংরুমে৷ নিজের ব্যাটে-প্যাডে ধোনির অটোগ্রাফ করিয়ে নেন তিনি৷ এরপর ধোনির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে জ্যাকসন লেখেন, "ফ্যান বয় মুহূর্ত আমার৷ শব্দে প্রকাশ করতে পারব না৷"



আরও পড়ুন: IPL 2020: অপ্রতিরোধ্য় RCB! সেঞ্চুরি করলেন Devdutt Padikkal, বিরাটরা জিতলেন ১০ উইকেটে




অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB vs RR) রাজস্থান রয়্যালস ম্যাচের পর ধোনির মতোই ঘটনা ঘটল আরসিবি অধিনায়কের সঙ্গে৷ ম্যাচের পর ব্যাট নিয়ে বিরাটের কাছে ডাগআউটে ছুটে গেলেন রিয়ান পরাগ (Riyan Parag)৷ রাজস্থানের অসমিয়া অলরাউন্ডার নিজের ব্যাটে সই করিয়ে নেন বিরাটের৷ আইপিএল আবারও বুঝিয়ে দিল, খেলার ওপরেই আবেগ৷ শেলডন-রিয়াগের ফ্যান বয় মুহূর্তই তার সবচেয়ে বড় প্রমাণ৷