ওয়েব ডেস্ক: আইপিএল মানেই চার- ছক্কার বন্যা। জোরে জোরে মার। আর সব বল বাউন্ডারির বাইরে। প্রায় রোজ নতুন নতুন রেকর্ড। যে যত কম বলে পারছেন সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করছেন। জানেন কি, আইপিএলের ইতিহাসে সবথেকে কম বলে ৫০ রান কে করেছেন? দেখে নিন তালিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ইউসুফ পাঠান - কেকেআরের হয়ে ২০১৪ সালে সানরাইজার্সের বিরুদ্ধে করেছিলেন মাত্র ১৫ বলে ৫০!


২) মহেন্দ্র সিং ধোনি - চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১৩ সালে সানরাইজার্সের বিরুদ্ধে করেছিলেন মাত্র ১৬ বলে ৫০!


৩) সুরেশ রায়না - চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে করেছিলেন মাত্র ১৬ বলে ৫০!


৪) অ্যাডাম গিলক্রিস্ট - ডেকান চার্জাসের হয়ে ২০০৯ সালে দিল্লির বিরুদ্ধে করেছিলেন ১৭ বলে ৫০!


৫) ক্রিস গেইল - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২০১৩ সালে পুনের বিরুদ্ধে ১৭ বলে ৫০ করেছিলেন।