নিজস্ব প্রতিবেদন:  ১০ বছর ২৫৯ দিনের অপেক্ষার অবসান। পাকিস্তানের হয়ে আবার টেস্ট দলে ফিরেছিলেন ফাওয়াদ আলম। তাই তাঁকে ঘিরে আগ্রহ ছিল অনেকেরই। কিন্তু এক দশক পর বাইশ গজে কামব্যাক মোটেই সুখের হল না পাক ব্যাটসম্যানের। প্রায় ১১ বছর পর টেস্ট দলে ফিরেও রানের খাতা খোলা হল না তাঁর।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৯ সালে টেস্ট অভিষেক হয় ফাওয়াদ আলমের। অভিষেক ম্যাচেই ১৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। তারপর মাত্র দুই টেস্ট পরেই বাদ পড়ে যান। মাঝে ১১ বছরে পাকিস্তান ৮৭ টি টেস্ট খেললেও তাঁর খেলার সুযোগ মেলেনি। অবশেষে করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পান ফাওয়াদ আলম।




প্রায় এক দশক পর টেস্ট খেলতে নেমে ৪ বলে শূন্য রান করলেন তিনি। করাচির ৩৪ বছর বয়সী ব্যাটসম্যানটি ইংরেজ পেসার ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ-র শিকার হন। প্রথমে আম্পায়ার আউট না দিলেও ইংল্যান্ড রিভিউ নিলে প্যাভিলিয়নের পথ দেখতে হয় ফাওয়াদকে। দ্বিতীয় ইনিংসে অবশ্য সুযোগ থাকছে রান করার।



আরও পড়ুন -  করোনায় স্থগিত হয়ে যাওয়া কোপা আমেরিকার নতুন সূচি প্রকাশ