সুখেন্দু সরকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বকাপের বাজারে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। পুজোর আগেই কলকাতায় আসতে চলেছেন প্যাট্রিক ক্লুইভার্ট, জ্যামব্রোতা, আবিদাল সহ একঝাঁক খ্যাতনামা ফুটবলাররা। ২৮ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে 'ক্ল্যাশ অব দ্য লেজেন্ডস'।


আরও পড়ুন- সতীর্থকেও অপমান করেছিলেন নেইমার


বার্সেলোনা আসছে কলকাতায়। হ্যাঁ, একেবারেই ঠিক দেখছেন। তবে মেসি-সুয়ারেজরা নন। বার্সেলোনা লেজেন্ডরা আসবেন ভারতীয় ফুটবলের মক্কায়।২৮ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের প্রাক্তনীদের সঙ্গে বার্সার প্রাক্তনীদের মধ্যে হবে সেই প্রীতি ম্যাচ। সবুজ-মেরুণের 'সবুজ তোতা' ব্যারেটো সেই ম্যাচে খেলবেন এখন থেকেই জানিয়ে দিয়েছেন। তবে বার্সা তারকা রোনাল্ডিনহো কি আসছেন কলকাতায় ওই ম্যাচ খেলতে? এখনই অবশ্য মুখ খুলতে চাইছেন না উদ্যোক্তারা। চমক হতে পারেন রোনাল্ডিনহো ! তবে রোনাল্ডিনহো বনাম ব্যারেটোর লড়াই দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।



রবিবার সাংবাদিক সম্মেলনে 'ক্ল্যাশ অব দ্য লেজেন্ডস'-র আনুষ্ঠানিক ঘোষনা হয়ে গেল। ফুটবল নেক্সট ফাউন্ডেশনের প্রধান কৌশিক মৌলিকের পাশাপাশি মোহনবাগান সচিব অঞ্জন মিত্র, বাগানের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ এবং স্পনসর সংস্থার কর্তারাও হাজির ছিলেন অনুষ্ঠানে। মোহনবাগানের প্রাক্তণীদের নিয়ে দলগঠনের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ। ২৯ জুলাই মোহনবাগান দিবসেই প্রায় চূড়ান্ত হয়ে যাবে মোহনবাগান লেজেন্ডদের দল।