অধিনায়কত্ব সঙ্গে মাতৃত্ব- দুই দায়িত্বকে একসূত্রে বাঁধলেন মিজোরামের ভলিবল খেলোয়াড় ভেনি
খেলা আর মাতৃত্বের অসাধারন মুহূর্ত্বকে ফ্রেমবন্দী করেন তাঁরা ।
নিজস্ব প্রতিবেদন : একদিকে অধিনায়কত্ব, অন্যদিকে মাতৃত্ব। দুই বড় দায়িত্বকে একসূত্রে বেঁধে নজির গড়লেন মিজোরামের রাজ্যস্তরের ভলিবল খেলোয়াড় লালভেন্টলুয়াঙ্গি ওরফে ভেনি। মিজোরাম রাজ্য গেমস ২০১৯-এর উদ্ধোধনী দিনে তুইকুম ভলিবল দলের অধিনায়ক ভেনি ম্যাচের বিরতির সময় কোর্টের বাইরে এসে তাঁর সাত মাসের সন্তানকে স্তন্যপান করিয়ে আবার ম্যাচে ফেরেন। মাঠের বাইরের এই দায়িত্ব মাঠের ভেতরের পারফরমেন্সে প্রভাব ফেলেনি। তাঁর নেতৃত্বে সেই ম্যাচে জয় তুলে নেয় তুইকুম।
আরও পড়ুন- কবে মাঠে ফিরছেন হার্দিক পাণ্ডিয়া, আভাস দিলেন টিম ইন্ডিয়ার এক নম্বর অলরাউন্ডার
ভেনি যখন তাঁর সাতমাসের সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন,চোখ এড়ায়নি চিত্রসাংবাদিকদের। খেলা আর মাতৃত্বের অসাধারন মুহূর্ত্বকে ফ্রেমবন্দী করেন তাঁরা । সেই নজরকাড়া মুহূর্ত্বের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর তোলপাড়। একই অঙ্গে দুই রূপ ভেনির।
একদিকে খেলোয়াড়ি মনোভাব অন্যদিকে মাতৃত্বের গুরুদায়িত্ব । দুটো ক্ষেত্রেই তাঁর নিষ্ঠা এবং একাগ্রতাকে তারিফ করে অভিনন্দনের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে । চোখ এড়ায় নি মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রয়তের। ভেনির এই নিষ্ঠার প্রশংসা করে দশ হাজার টাকা পুরস্কারের ঘোষনা করেন তিনি।