Tokyo Olympics: ফেন্সিংয়ে জয় দিয়ে শুরু হলেও ২য় রাউন্ডে হার মানলেন ভারতের Bhavani
প্রথমবার অলিম্পিকে ফেন্সিয়ে অংশগ্রহণ করেছে ভারত
নিজস্ব প্রতিবেদন: শুরুটা হয়েছিল দারুণ জয় দিয়ে। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ফেন্সিংয়ের (Fencing) প্রথম ম্যাচেই টিউনিশিয়ার নাদিয়া আজিজকে ১৫-৩ পয়েন্টে হারিয়ে বাজিমাত করেন ভারতের ভবানী দেবী (Bhavani Devi)। সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। ৬৪ রাউন্ডে জয় অনায়াসে আসলেও ৩২ রাউন্ডে কঠিন চ্যালেঞ্জ ছিল। প্রতিপক্ষ ফ্রান্সের শক্তিশালী ম্যানন ব্রুনেটের কাছে হেরে গেলেন ভারতের ভবানী দেবী।
প্রথমবার অলিম্পিকে ফেন্সিয়ে অংশগ্রহণ করেছে ভারত। আর প্রথমবার এই প্রতিযোগিতায় দেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন সিএ ভবানী দেবী। সকাল সকাল ৬৪ রাউন্ডে ভবানীর জয় নিয়ে আশার আলো দেখা গেলেও বেলা গড়াতেই স্বপ্ন চূড়মার হয়ে গেল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। যদিও প্রথমবার জয়ের জন্য ভবানীর প্রশংসায় পঞ্চমুখ সকলে।
ছোটবেলা থেকে ফেন্সিং পছন্দের খেলা ছিল না তামিলনাড়ুর ভবানীর। যদিও পরবর্তীকালে ঐ খেলাই বেছে নিয়েছিলেন তিনি। দেশের প্রথম ফেন্সার হিসেবে প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্সে নজর কাড়লেন।
আরও পড়ুন: আজই দিল্লি যাত্রা Mamata-র, মোদীর বৈঠকের পর সারবেন সোনিয়া সাক্ষাৎ!
আরও পড়ুন: ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, বাড়ছে আর্দ্রতার অস্বস্তি
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)