ব্যুরো: ফুটবল মাঠে ভয়াবহ ছবি। হেড করতে উঠে মাথায় আঘাত পেয়ে মাঠেই জ্ঞান হারালেন অ্যাটলেটিকো মাদ্রিদ আর স্পেনের তারকা স্ট্রাইকার ফার্নান্ডো টোরেস। 


বৃহস্পতিবার রাতে লা লিগার ম্যাচ চলছিল অ্যাটলেটিকো বনাম ডের্পোটিভো লা করুনার মধ্যে। খেলার বয়স তখন পঁচাশি মিনিট। হেড করতে উঠে বিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে সংঘর্ষে মাঠে লুঠিয়ে পড়েন টোরেস। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান তারকা এই স্ট্রাইকার। মাঠে তখন চাপা টেনশন আর উতকন্ঠা। সতীর্থরা ততক্ষণাত হাত দিয়ে টোরেসের চোয়াল খোলার চেষ্টা করতে থাকেন। মাঠে প্রাথমিক চিকিতসার পর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান রিপোর্টে টোরেসের মাথায় অবশ্য কোনও চোট ধরা পড়েনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তারকা স্ট্রাইকার এখন স্থিতিশীল আছেন। যদিও বৃহস্পতিবার রাতটা হাসপাতালেই কাটান তিনি। পরে টুইটারে টোরেস নিজেও জানান যে তিনি সুস্থ আছেন। দ্রুত মাঠে ফেরার ব্যাপারেও আশাবাদী তারকা স্ট্রাইকার।