নিজস্ব প্রতিবেদন:  নতুন করে কোনও বিতর্কের জন্ম দেননি। তবে আড়ালেই ৬০ তম জন্মদিন পালন করছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি ছিয়াশির বিশ্বকাপজয়ী দিয়েগো আর্মান্দো মারাদোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর এক দেহরক্ষীর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। তাই সতর্কতার কারণেই আইসোলেশনে চলে গিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। বরাবর বাঁধনহারা জীবনের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত সেই মানুষটাই এবার গৃহবন্দী। মারণ ভাইরাস জব্দ করেছে ষাটের মারাদোনাকে।


বিতর্ক যাঁর সঙ্গে হাত ধরাধরি করে থাকে। ফুটবল প্রতিভাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি। আর ফুটবলের বাইরের জগতটা অতল অন্ধকারে। এক বাঁধনহারা জীবন।  ১৯৮৬ সালে ২৫ বছর বয়সে মেক্সিকোতে একাই প্রায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে 'হ্যান্ড অফ গড' আর মাঝমাঠ থেকে ছয়জনকে কাটিয়ে সেই গোল ফুটবল বিশ্বকে আজও সম্মোহিত করে।


 



বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার ফিফা মারাদোনাকে ৬০ তম জন্মদিনে বিশেষ ভিডিয়ো বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।


 


 


আরও পড়ুন - ISL 2020-21: ডার্বি দিয়েই সুপার লিগে অভিষেক ইস্টবেঙ্গলের, উদ্বোধনী ম্যাচে নামছে এটিকে মোহনবাগান