নিজস্ব প্রতিবেদন : ইঙ্গিত আগেই মিলেছিল। এবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা 'ভার' প্রযুক্তির ব্যবহারে সবুজ সংকেত দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। রাশিয়া বিশ্বকাপেই ব্যবহার হবে 'ভার', জানিয়ে দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সপ্তাহ দুই আগে জুরিখে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা আইএফএবি 'ভার' প্রযুক্তিকে সবুজ সংকেত দিয়েছিল। শুক্রবার ফিফা কাউন্সিলের বৈঠক শেষে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, " প্রথমবার আমরা বিশ্বকাপে (২০১৮, রাশিয়া) ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবহার করতে চলেছি। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, একই সঙ্গে ঐতিহাসিকও।"



'ভার' -প্রযুক্তির মাধ্যমে ম্যাচের যে কোনও ঘটনার রিভিউ রেফারিকে সাহায্য করবেন ভিডিও অ্যাসিস্ট্যান্টরা। এই প্রযুক্তি ব্যবহারের ফলে মাঠের রেফারির ভুল কম হওয়ার সম্ভাবনা থাকবে বলেই জানান ফিফা প্রেসিডেন্ট। ফলে অনেক বেশি স্বচ্ছ্বতা আসবে খেলায়। ২০১৬ সাল থেকে ২০টি দেশের ফুটবল ফেডারেশন এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রায় হাজারটি ম্যাচে পরীক্ষামূলকভাবে প্রযোগ করে আসছে। আবার সেই 'ভার' প্রযুক্তির ব্যবহার দেখা যাবে রাশিয়া বিশ্বকাপে।


আরও পড়ুন- সুপার কাপের মূলপর্বে এটিকে