নিজস্ব প্রতিনিধি : ২৩ জুন ট্রেনিং শেষে আর তারা বাড়ি ফেরেনি। এক দিন, দু দিন, তিন...চার....সাত দিন। তাও তারা ফেরেনি। ছোট ছোট ছেলে। ১১ থেক ১৬ বছরের। হঠাত্ করেই যেন উধাও হয়ে গিয়েছিল তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মার্সেলো ফিট, আজ ব্রাজিলের সম্ভাব্য একাদশ দেখে নিন


গত কয়েকদিন ধরে থাইল্যান্ডের একটা অংশে ভয়াবহ বন্যা। দুসপ্তাহ আগে কোচের সঙ্গে ট্রেনিং শেষে এক গুহায় ঘুরতে গিয়েছিল ১২ জন খুদে ফুটবলার। তার পর বন্যার জল বাড়ার সঙ্গে সঙ্গে সেই গুহার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আটকে পড়ে কোচসহ বাচ্চাদের সেই ফুটবল দল। সাতদিনের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর শেষমেশ তাদের হদিশ পায় উদ্ধারকারী দল। তবে এখনও তাদের সেই গুহা থেকে বের করে আনা যায়নি। দিন-রাত এক করে লড়াই চালাচ্ছে উদ্ধারকারী দল। তাদের বিশ্বাস, খুব তাড়াতাড়ি 'ওয়াইল্ড বোরস' নামের সেই দলের ফুটবলারদের উদ্ধার করা যাবে।


আরও পড়ুন-  ‘মেসি রোগে’ যুবকের মৃত্যু বেলঘরিয়ায়


থাইল্যান্ডের এই খুদে ফুটবল দলের প্রতিটা সদস্যের বাঁচার লড়াইকে কুর্ণিশ জানাচ্ছে ফুটবল বিশ্ব। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো সেই দলে রয়েছেন। তিনি সেই খুদে ফুটবলারদের দলটাকে ১৫ জুলাই বিশ্বকাপ ফাইনালে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলেন। এক বিবৃতিতে ইনফান্তিনো জানিয়েছেন, ''কিছুদিনের মধ্যে ওরা বাড়ির লোকজনের কাছে ফিরে যাবে। তার পর ওদের শরীরের অবস্থার উপর সব কিছু নির্ভর করছে। যদি শারীরীক দিক থেকে ওরা ফিট থাকে তা হলে মস্কোয় বিশ্বকাপ ফাইনালে ওদের আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ওরা ফিফার অতিথি হিসাবে উপস্থিত থাকবে। আশা করব ওদের আমরা সেদিন গ্যালারিতে দেখতে পাব। ১৫ জুলাই ফুটবলের মহোত্সব। আমরা চাই, ওরা সেটা সামনে থেকে দেখুক।''


আরও পড়ুন-  মাঠে গড়াগড়ি খেয়ে ১৪ মিনিট 'নষ্ট' করেছেন ‘নাটুকে’ নেইমার!


চলতি সপ্তাহেই উদ্ধারকারী দল গুহায় আটকে থাকা বাচ্চাদের কাছে পৌঁছেছে। কিন্তু প্রতিকূল পরিস্থিতির জন্য ওদের সেখান থেকে এখনও উদ্ধার করা যায়নি। উদ্ধাকারী দলের সদস্যরা জানিয়েছেন, এখনও বাচ্চাদের গায়ে জার্সি রয়েছে। তারা বাড়ি ফেরার জন্য উতলা হয়ে উঠলেও মানসিক দিক থেকে শান্তই রয়েছে।