FIFA Tribute To Sunil Chhetri: মেসি-রোনাল্ডোর সঙ্গে একাসনে সুনীল! বিদায়লগ্নে কিংবদন্তি কুর্নিশে ভিডিয়ো ফিফার
FIFA Pay Tribute To Sunil Chhetri With Lionel Messi Cristiano Ronaldo: ফিফার বিরল সম্মান সুনীল ছেত্রীকে। তুলনায় মেসি-রোনাল্ডো।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জানাই ছিল যে সুনীল ছেত্রী (Sunil Chhetri) নামের ফুটবল রবি দ্রুত অস্তাচলে যাবেন। চলে এসেছে সেই সময়। কিংবদন্তি ভারতীয়, গত বিষ্য়ুদবারে সমাজমাধ্য়মের পাতায় আবেগি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন যে, তিনি এবার আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বলতে চলেছেন, আগামী ৬ জুন কলকাতায়, যুবভারতী ক্রীড়াঙ্গনে, কুয়েতের বিরুদ্ধে, ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচই হবে তাঁর দেশের জার্সিতে শেষ ম্য়াচ। জি ২৪ ঘণ্টা অনন্য় সম্মানে ভূষিত মহাতারকাকে এবার কুর্নিশ জানাল ফিফা (FIFA)। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, কিংবদন্তি লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো র (Lionel Messi And Cristiano Ronaldo) সঙ্গে এক পোডিয়ামে সুনীলকে দাঁড় করিয়ে, বুঝিয়ে দিল যে, সুনীল দেশের নন, বিশ্বের সম্পদ।
ফিফা সোশ্য়াল মিডিয়ায় একটি গ্রাফিক্স বানিয়েছে। সেখানে দেখা যাচ্ছে পোডিয়ামে পরপর উপর-নীচ দাঁড়িয়ে রোনাল্ডো-মেসি-সুনীল। ফিফা ছবিতে ক্য়াপশন দিয়েছে, 'অবসরে এক কিংবদন্তি'। এর সঙ্গেই ফিফা প্রথম কমেন্টে লিখেছে, 'সুনীল ছেত্রী, সক্রিয় আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় তিনে। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচই হবে তাঁর ভারতের জার্সিতে ফাইনাল ম্য়াচ।' এই বিষয়ে সুনীলের একটি ভিডিয়ো ফিফা পোস্ট করেছে। রোনাল্ডো ২০৫ ম্য়াচে করেছেন ১২৮ গোল। মেসির পা থেকে এসেছে ১৮০ ম্য়াচে ১০৫ গোল। সুনীল ১৪৬ ম্য়াচে করেছেন ৯৩ গোল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)