Sunil Chhetri, FIFA : প্রকাশ পেল সুনীলকে নিয়ে ফিফার তথ্যচিত্র, রোনাল্ডো-মেসির সঙ্গে `ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক`
Sunil Chhetri, FIFA : গত এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের জন্য জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগেই বেঙ্গালুরুতে সুনীলের বাড়ি গিয়েছিল ফিফার পুরো দল। তথ্যচিত্র তোলার জন্য ফিফা বিশেষজ্ঞ নিয়ে এসেছিল সুইজারল্যান্ড থেকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কিংবা লিওনেল মেসি (Lionel Messi) কি চেনেন কে সুনীল ছেত্রী (Sunil Chhetri)? বিশ্বের প্রথমসারির ফুটবল খেলিয়ে দেশগুলো কি ভারতীয় ফুটবলের (Indian Football) নতুন আইকনকে জানেন? ধারাবাহিকতা বজায় থাকলে তিনি 'এল এম টেন'-এর (LM 10) গোল সংখ্যা টপকে যেতে পারেন। হাঙ্গেরির (Hungary) ফেরেন্স পুসকাসকে (Ferenc Puskas) ইতিমধ্যেই ধরে ফেলছেন। দুজনেরই গোল সংখ্যা ৮৪। তবুও প্রশ্ন জাগে বিশ্ব ফুটবলের কোন গ্রহের বাসিন্দা এই সুনীল?
তবে এরপর থেকে বোধহয় ফুটবল বিশ্বের আর কাউকেই আর আলাদা করে খোঁজখবর করতে হবে না। কারণ, সুনীলকে ফুটবল বিশ্বে পরিচিত করার দায়িত্ব নিয়েছে খোদ ফিফা (FIFA)। ফুটবল বিশ্বে ভারতের মতো পিছিয়ে থাকা একটি দেশ থেকে কীভাবে সুনীলের মতো স্ট্রাইকার উঠে এসেছেন, সেটারই সন্ধান করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ভারতীয় দলের (Indian Football Team) অধিনায়ককে নিয়ে তথ্যচিত্র তৈরি করে ফেলল ফিফা। এই তথ্যচিত্রের প্রথম সিজনের প্রথম এপিসোড ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে। এবং প্রত্যাশিত ভাবেই সুপার হিট।
শোনা যায় কয়েক বছর আগে সুনীলের কাছে ফিফার তরফে তথ্যচিত্র করার প্রস্তাব আসে। শুরুতে তিনি ও তাঁর পরিবার বিশ্বাস করতে পারেননি। কারণ, ফিফা সেই ফুটবলারদের উপরেই তথ্যচিত্র বানায়, যাঁরা হয় বিশ্বকাপ জিতেছেন, নাহলে বিশ্বকাপ ফুটবলে অসাধারণ খেলেছেন। সেখানে বিশ্বকাপ খেলা তো দূর অস্ত। এশিয়ান কাপে খেলার জন্যই প্রতি চার বছর অন্তর লড়াই চালাতে হয়। কিন্তু দিনের পর দিন গোল করে বিশ্ব ফুটবল তারকাদের তালিকায় নাম লিখিয়ে নেওয়া সুনীলের বেড়ে ওঠার গল্প জানতে চায় ফিফা। আর তাই সুনীলের উপর তথ্যচিত্র শুরু।
পড়ুন- বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
গত এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের জন্য জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগেই বেঙ্গালুরুতে সুনীলের বাড়ি গিয়েছিল ফিফার পুরো দল। তথ্যচিত্র তোলার জন্য ফিফা বিশেষজ্ঞ নিয়ে এসেছিল সুইজারল্যান্ড থেকে। সেই জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগে বেঙ্গালুরুতে সুনীলের বাড়িতে একপ্রস্থ শুটিং হয়ে গিয়েছিল তথ্যচিত্রটির। এরপর এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ড চলা পর্যন্ত ফিফার তরফে এই তথ্যচিত্রটা যাঁরা করছে, সেই পুরো দলটা ছিল কলকাতায়।
আরও পড়ুন: IND vs SA : জাতীয় দলে বাংলার শাহবাজ, এখনও কোভিড আক্রান্ত শামি, দলে উমেশ-শ্রেয়স
আরও পড়ুন: VIE vs IND : ভিয়েতনামের বিরুদ্ধে ৩ গোলে হেরে মাঠ ছাড়ল সুনীল ছেত্রীর ভারত
সুনীলের সঙ্গে কথা বলার পর ফিফার কর্তারা বুঝেছিলেন, তাঁর বদলে যাওয়ার পিছনে রয়েছে প্রাক্তন জাতীয় কোচ বব হাউটনের অবদান। তাঁর সঙ্গেও কথা বলেছেন ফিফা কর্তারা। সুনীলের প্রথম স্কুল, দিল্লিতে প্রথম খেলার মাঠ, সব কিছুর শ্যুট করছেন তাঁরা।
বেঙ্গালুরুতে সুনীলের বাড়িতে মূলত তাঁর ও স্ত্রী সোনমের উপরেই শ্যুট হয়েছিল। খেলা না থাকলে বেঙ্গালুরুর বাড়িতে সারাদিন দু’জনে কীভাবে কাটান, সেটাই মূলত শ্যুটের বিষয়বস্তু। ইতিমধ্যেই প্রথম সিজনের প্রথম এপিসোড সামনে চলে এসেছে। এখনও আর দুটি এপিসোড সামনে আসবে। সুনীলকে নিয়ে এমনিতেই উম্নাদনা সব সময় তুঙ্গে থাকে। বাকি দুই এপিসোড সামনে এলে 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক'-কে নিয়ে যে আবেগের বিস্ফোরণ ঘটবে সেটা এখন থেকেই লিখে দেওয়া যায়।