জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠে বল পড়ার আগেই আলোচনা তুঙ্গে। লিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), কার হাতে উঠবে বিশ্বকাপ (FIFA Qatar World Cup 2022)? এমনকি একাধিক ফুটবল পন্ডিত জার্মানি (Germany), বেলজিয়ামকেও (Belgium) কাপ জয়ের দাবিদার হিসেবে মনে করছেন। যদিও পেলে (Pele) মনে করেন এবার তাঁর প্রিয় ব্রাজিল (Brazil) বিশ্বকাপ জিতবে। নেইমারের (Neymar Jr)হাতেই উঠবে ট্রফি। আর সেটা হলে যে সেলেকাওরা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে রেকর্ড গড়বেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। 'ফুটবল সম্রাট' পেলে ইনস্টাগ্রামে দলকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রাজিলের এই হলুদ জার্সিই তাঁর কাছে সবকিছু। তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে তাঁর নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'শেষ বার আমি যখন ব্রাজিলের জার্সি পরেছিলাম, তখন আমরাই প্রথম তিনবারের চ্যাম্পিয়ন ছিলাম। এখন আমাদের জার্সিতে পাঁচটি তারা আছে। ষষ্ঠ শিরোপা দেখার জন্য আমার তর সইছে না।'  



আরও পড়ুন: Cristiano Ronaldo, FIFA Qatar World Cup 2022: লক্ষ্য বিশ্বকাপ জয়, সতীর্থদের উজ্জীবিত করে কী লিখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?


আরও পড়ুন: Brazil, Qatar FIFA World Cup 2022: নেই রবার্তো ফির্মিনো, কুতিনহো! কতজন স্ট্রাইকার নিয়ে নামছে নেইমারের ব্রাজিল?


বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম পেলে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ এনেছেন তিনি। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ সালে কাপ যুদ্ধ জিতেছিল সাম্বারা। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭টি গোল করেছেন 'ফুটবল সম্রাট'। বিগত বেশ কিছু বছর ধরে শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। কোলন ক্যান্সারের সমস্যা নিয়ে গত এপ্রিলে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন চিকিৎসার জন্য। তবে দল ও ফুটবলের প্রতি টান এতটুকু কমেনি। 


কাতারে ২০ বছরের অপেক্ষা ঘোচাতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে একটিও ম্যাচ হারেনি সেলেসাওরা। সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত তিতের দল। তাই সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের হাওয়ার পালে দোলা দিচ্ছে। দেশকে ষষ্ঠ বিশ্বকাপ উপহার দিতে নিজেদের উজাড় করে দিতে চান নেইমার-ভিনিসিয়ুসরা।


২৬ সদস্যের দলে মোট ৯ জন স্ট্রাইকারকে ঠাঁই দিয়েছেন কোচ তিতে। তাঁরা হলেন- নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, রদ্রিগো, অ্যান্তোনি, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং পেদ্রো। এছাড়া থিয়াগো সিলভা, নেইমার, ক্যাসেমিরোর মতো তারকারাও রয়েছেন তাঁর দলে। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তরুণ ফরোয়ার্ড অ্যান্টোনি, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসনকে।  


ব্রাজিল দল: 


গোলকিপার: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানসিটি) ও ওয়েভারটন (পালমেইরাস)।


রক্ষণ: মারকুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), দানি আলভেস (পুমাস) ও ব্রেমার (জুভেন্টাস)।


মাঝমাঠ: ক্যাসেমিরো (ম্যানইউ), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানইউ), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্টহ্যাম) ও এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।


আক্রমণ: নেইমার (পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহ্যাম), রাফিনহা (বার্সেলোনা), গ্যাব্রিয়েল হেসুস (আর্সেনাল), অ্যান্টোনি (ম্যানইউ), পেদ্রো (ফ্লামেঙ্গো) ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)