Indian Football Team, FIFA Ranking: জোড়া ট্রফি জয়ের পুরস্কার, কত ধাপ এগিয়ে গেল সুনীলের ভারত? জানতে পড়ুন
সার্বিকভাবে সময়টা ভারতীয় ফুটবলের জন্য ভালো যাচ্ছে। সাফ সাফ চ্যাম্পিয়নশিপ, ইন্টার কন্টিনেন্টাল কাপের মতো টুর্নামেন্টে সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ ইগর স্টিমাচের ছেলেরা ভালো ফুটবল খেলছেন। ৯০ মিনিট পেরিয়ে ১২০ মিনিটেও জয়ের তাগিদ দেখা যাচ্ছে। সেটা ফুটবল মহলে বেশ প্রসংশিত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্টার কন্টিনেন্টাল কাপের (Inter Continental Cup 2023) পর সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2023) জয়। ফিফা র্যাঙ্কিংয়ে (FIFA Ranking) বড়সড় উন্নতি করল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। পাঁচ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১০০-তে চলে এসেছিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)-সন্দেশ জিঙ্ঘানরা (Sandesh Jinghan)। সেটা ছিল ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের সাফল্য। আর এবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার আরও একধাপ এগিয়ে ৯৯-তে চলে ইগর স্টিমাচের (Igor Stimac)'মেন ইন ব্লু' ব্রিগেড।
২০১৮ সালের ডিসেম্বর মাসে শেষবার ১০০-র আগে উঠে এসেছিল ভারত। তারপর পাঁচ বছর কেটে গিয়েছে। স্টিমাচের কোচিংয়ে শুরুর দিকটা বিশেষ ভালো যায়নি। ফলে ক্রমতালিকাতেও অনেকটা পিছিয়ে পড়েছিলেন গুরপ্রীত সিং সান্ধু-প্রীতম কোটাল। তবে দিন বদলাচ্ছে। ফের উন্নতি হচ্ছে ভারতের।
আরও পড়ুন: New Zealand Shooting: মহিলা বিশ্বকাপের আগেই রক্তাক্ত অকল্যান্ড, বন্দুকবাজদের গুলিতে নিহত দুই
আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2023: তিনবার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই! উত্তেজনায় টগবগ করে ফুটছেন 'দ্য ওয়াল'
সার্বিকভাবে সময়টা ভারতীয় ফুটবলের জন্য ভালো যাচ্ছে। সাফ সাফ চ্যাম্পিয়নশিপ, ইন্টার কন্টিনেন্টাল কাপের মতো টুর্নামেন্টে সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ ইগর স্টিমাচের ছেলেরা ভালো ফুটবল খেলছেন। ৯০ মিনিট পেরিয়ে ১২০ মিনিটেও জয়ের তাগিদ দেখা যাচ্ছে। সেটা ফুটবল মহলে বেশ প্রসংশিত।
ক্রমতালিকায় এই উন্নতির ফলে এশিয়ার মধ্যে ১৮তম স্থানে আপাতত নিশ্চিন্ত ভারত। যার অর্থ আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ারে তুলনামূলকভাবে সহজ গ্রুপে পড়াটা নিশ্চিত হল সুনীল ছেত্রীদের। তবে এত কিছুর পরও একটাই আফসোস। এশিয়ান গেমসে ভারতীয় দলকে পাঠানোর ব্যাপারে এখনও সম্মতি দেয়নি কেন্দ্র সরকার। সেই ইস্যু নিয়ে ইতমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখেছেন ভারতের হেড কোচ। এবার প্রধানমন্ত্রী দেশের কোচের আবেদনে সাড়া দেন কিনা সেটাই দেখার।