ম্যাচের দিনগুলিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে যুবভারতী পর্যন্ত চলবে বিশেষ বাস
ওয়েব ডেস্ক: যুব বিশ্বকাপের ম্যাচের দিনে যুবভারতী থেকে কলকাতার বিভিন্ন রুটে বাস চালাবে রাজ্য সরকার।
দেশে এই প্রথম অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন করা হয়েছে। আজ যুবভারতীতে ২ ম্যাচ হচ্ছে। একটি ম্যাচে চিলির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। অন্যটিতে ইরাকের বিরুদ্ধে লড়াই করবে মেক্সিকো। এনিয়ে শহরে উন্মাদনা তুঙ্গে। শনিবারই ম্যাচের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।
দেখে নিন স্টেডিয়াম থেকে আপনার রুটে বাস রয়েছে কিনা
ম্যাচের দিনগুলিতে যুবভারতী থেকে কলকাতার বিভিন্ন রুটে বাস চালানোর ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ দফতর। থাকছে শার্টল বাসের ব্যবস্থা। চলবে বিশেষ বাসও। বাসগুলি ছাড়বে উল্টোডাঙা, করুণাময়ী ও মিলনমেলা প্রাঙ্গন থেকে। এছাড়া ডানলপ, বারাসাত, সাঁতরাগাছি, এসপ্ল্যানেড, হাওড়া, ঠাকুরপুকুর, পর্ণশ্রী, গড়িয়া, যাদবপুর, জোকা, ডানকুনি, বারুইপুর ও শিয়ালদহ থেকে। শহরের বিভিন্ন অংশ থেকে ১০ টাকায় পৌঁছে যাওয়া যাবে স্টেডিয়ামে।