ওয়েব ডেস্ক: দু'বছর ধরে প্রস্তুতির পর শুক্রবার প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। গত কয়েকবছরে যুব দলের পেছনে পনেরো কোটি টাকা খরচ করেছে ফেডারেশন আর সরকার। মাতোস ব্রিগেড পাড়ি দিয়েছে দু লক্ষ মাইল। প্রস্তুতি শেষে এবার বিশ্বফুটবলে চমক দেওয়ার পালা অমরজিত সিংদের। শুক্রবার জহলাল নেহরু স্টেডিয়ামে নতুন পথচলা শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের। প্রথমবার ফিফা বিশ্বকাপের আসরে খেলবে কোনও ভারতীয় দল। বিশ্বকাপের আয়োজক দেশের দায়িত্ব পাওয়ার পরই দলগঠনের দিকে সবচেয়ে বেশি জোর দেয় ফেডারেশন। দুহাজার পনেরো সালের এপ্রিলে যুব দলের কোচ হিসাবে নিয়োগ করা হয় জার্মানির নিকোলাই অ্যাডামকে। দেশব্যাপী শুরু হয় প্রতিভা অন্বেষণের খোঁজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আজ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিষেক ঘটতে চলেছে ভারতের


বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে টেক্কা দেওয়ার জন্য বিশ্বব্যাপী ঘুরে ভারতীয় দলের খেলার ব্যবস্থা করে ফেডারেশন। পরে নিকোলাইয়ের জায়গায় কোচ হিসাবে মাতোস এলেও যুব দলের প্রস্তুতিতে কোনও খামতি হয়নি। দু বছর ধরে প্রায় দু'লক্ষ মাইল পাড়ি দিয়েছেন অভিজিত,রাহিম আলিরা। বিভিন্ন মহাদেশ ঘুরে প্রস্তুতি ম্যাচ খেলেছেন অমরজিতরা। ফেডারেশন আর কেন্দ্রীয় সরকার বিশ্বকাপের প্রস্তুতিতে খরচ করেছে প্রায় পনেরো কোটি টাকা। যা  দেখে আই এম বিজয়ন,সুনীল ছেত্রীর মত ফুটবলারদেরও বলতে হয়েছে যে ধীরাজ সিং,কোমাল থাতালরা সত্যিই লাকি।মঞ্চ প্রস্তুত। মাতোস ব্রিগেডের দেখিয়ে দেওয়ার পালা যে ভারতীয় ফুটবল আর ঘুমন্ত দৈত্য নয়। তারা জাগতে শুরু করেছে। বিশ্বফুটবলের মঞ্চেও এবার ছাপ ফেলার পালা অমরজিতদের।


আরও পড়ুন  ভারতীয় ফুটবলে জড়িয়ে যেতে চলেছে হোসে মোরিনহোর নাম