ওয়েব ডেস্ক: অনূর্দ্ধ ১৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন ‌যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে ভারত। শুরু থেকে ভারত লড়াই দেওয়ার চেষ্টা করলেও পেনাল্টি কিক থেকে গোল করে ‌যায় অধিনায়ক জোস সারজেন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রক্ষণাত্মক ভাবে শুরু করলেও ক্রমশ ম্যাচে ফিরছিল ভারত। মার্কিন স্ট্রাইকারদের ভার বুঝে নেওয়ার জন্য বেশ খানিকটা সময় কাটিয়ে দেয় ভারতীয় দল। কিন্তু অনভিজ্ঞতার কারণ পেনাল্টি পেয়ে ‌যায় মার্কিন ‌যুক্তরাষ্ট্র। সেই পেনাল্টি থেকেই গোল করে ‌যায় মার্কিন ‌যুক্তরাষ্ট্রের অধিনায়ক।


খেলার শুরুতে কিছুক্ষণ ভারতের দিকে বল চাপিয়ে রেখেছিল মার্কিন ‌যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা। মার্কিন ডিফেন্স ভেঙে পেনাল্টি বক্সে বহুবার ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয় ভারতীয় খেলোয়াড়রা। খেলার প্রথম দশ মিনিট সত্তর শতাংশ বল দখলে রেখেছিল মার্কিন ‌যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা। দলকে বড়সড় বিপদের হাত থেকে বাঁচার ভারতের গোলরক্ষক ধীরাজ। মার্কিন ‌যুক্তরাষ্ট্রের একটি জোরাল শর্ট রুখে দেন ভারতীয় গোলরক্ষক।


আরও পড়ুন- কমছে GST, সস্তা হচ্ছে এসি রেস্তরাঁয় খাওয়াদাওয়া