বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে কী থাকছে, কোথায় দেখবেন অনুষ্ঠান
মস্কোয় মহারণ। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ভারতীয় সময় ঠিক রাত ৮.৩০ মিনিটে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শুরু হবে ২০১৮ ফিফা বিশ্বকাপের শেষ লড়াই। কিন্তু কখন হবে সমাপ্তি অনুষ্ঠান জানেন কি ?
নিজস্ব প্রতিবেদন : মস্কোয় মহারণ। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ভারতীয় সময় ঠিক রাত ৮.৩০ মিনিটে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শুরু হবে ২০১৮ ফিফা বিশ্বকাপের শেষ লড়াই। কিন্তু কখন হবে সমাপ্তি অনুষ্ঠান জানেন কি ?
আরও পড়ুন - আজ রাতেই হেস্তনেস্ত, ফ্রান্স - ক্রোয়েশিয়ার মহারণে প্রত্যয়ী ২ কোচই
উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপ্তি অনুষ্ঠানেও থাকছে চমক। বিশ্বকাপ ফাইনাল শুরুর তিরিশ মিনিট আগে ভারতীয সময় ঠিক রাত ৮টায় লুঝনিকি স্টেডিয়ামের গ্যালারি মেতে উঠবে উইল স্মিথের 'লিভ ইট আপ'-এ। রাশিয়া বিশ্বকাপের থিম সং গাইবেন মার্কিন অভিনেতা তথা গায়ক উইল স্মিথ, কসোভোর পপ গায়িকা ইরা ইস্ত্রেফি এবং কলম্বিয়ান রেগেটন স্টার নিকি জ্যাম। মাঠ মাতাবেন স্মিথ-ইরা-নিকি। তারপরেই থাকছে সিওলের গানের দল কে-পপ ব্যান্ড এক্সো-র পারফরম্যান্স।
রাশিয়া বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান এবং ফাইনালের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন এই চ্যানেলগুলিতে ...
# সোনি টেন ২ / সোনি টেন এইচডি (ইংরাজি)
# সোনি টেন ৩ / সোনি টেন ৩ এইচডি (হিন্দি)
# সোনি ইএসপিএন (বাংলা, মালায়লম, তামিল, তেলেগু)
* সঙ্গে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন সোনি লিভ, এয়ারটেল টিভি এবং জিও টিভি-তে।
আজ সন্ধ্যায় লুঝনিকি স্টেডিয়ামের আকাশ হবে নীল-সাদা নাকি লাল-সাদা? টিভি পর্দায় আর লাইভ স্ট্রিমিং-এ ফুটবল মহাযুদ্ধের স্বাক্ষী থাকুন আপনিও।