নিজস্ব প্রতিবেদন : জয় দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল ডার্ক হর্স ইংল্যান্ড। হ্যারি কেনের জোড়া গোলে তিউনিসিয়াকে ২-১ গোলে হারাল সাউথগেটের দল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার জি-গ্রুপের ম্যাচে তিউনিসিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল শুরু করে জেসি লিংগার্ড, ডেলে আলি, রহিম স্টার্লিং, হ্যারি কেনরা। ১১ মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেন। এরই মধ্যে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। সৌজন্যে অবশ্যই তিউনিসিয়ার গোলরক্ষক মুয়েজ হাসেন। কিন্তু ১৫ মিনিটে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মুয়েজকে। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে তিউনিসিয়াকে সমতায় ফেরান সাসাই।


আরও পড়ুন- ৬০ বছর পর বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল সুইডেন


দ্বিতীয়ার্ধে বল ধরে রেখে খেলে ইংল্যান্ডের গতি কমিয়ে দেয় আফ্রিকার দলটি। ম্যাচ ড্র যখন সবাই ধরে নিয়েছে তখনই ইনজুরি টাইমে আবার জ্বলে উঠলেন হ্যারি কেন। হেডে গোল করলেন ইংল্যান্ড অধিনায়ক। নাটকীয় জয় ব্রিটিশদের।