৬০ বছর পর বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল সুইডেন

 গ্রুপ লিগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল ইব্রাহিমোভিচের দেশ।

Updated By: Jun 18, 2018, 11:59 PM IST
৬০ বছর পর বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল সুইডেন

নিজস্ব প্রতিবেদন: জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সুইডেন। গ্রুপ লিগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল ইব্রাহিমোভিচের দেশ। পেনাল্টি থেকে সুইডেনের হয়ে জয়সূচক গোলটি করেন অধিনায়ক আন্দ্রেস গ্রানভিস্ত।

রাশিয়ায় গোলবাজি- লাফিয়ে ভূমিকম্প আনল মেক্সিকানরা! জার্মানি ম্যাচে কাঁপল মেক্সিকো সিটি

এশিয়ার দলটিকে হারাতে অবশ্য যথেষ্ট বেগ পেতে হল সুইডিশদের। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির সাহায্যে পেনাল্টি পায় সুইডেন। গোল করতে ভুল করেননি অধিনায়ক গ্রানভিস্ত। ১৯৫৮ সালের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল ইউরোপের দেশটি।

রাশিয়ায় গোলবাজি- নেইমারের প্রেমিকার শরীরে আঁকিবুকি করছে ‘অচেনা’ হাত! ভিডিও ভাইরাল

.