জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শেষবার ২০০২ সালে জার্মানিকে (Germany) হারিয়ে বিশ্বজয়ী হয়েছিল ব্রাজিল (Brazil)। এরপর থেকে একটা 'ভূত' ব্রাজিলের ঘাড়ে চেপে বসে আছে। নক আউট পর্ব থেকে খালি হাতে ফিরে আসার ঘটনার ২০ বছর হয়ে গেল। বারবার ইউরোপের একাধিক দল সেলেকাওদের বেগ দিয়েছে। কাকা (Kaka), কাফু (Cafu) থেকে নেইমার (Neymar), মার্কোস (Marcos)। নক আউট থেকে সেলেকাওদের ছিটকে ফুটবলারদের নাম বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের অভিযানে নামছে তিতে-র (Tite) ব্রাজিল। ৯ ডিসেম্বর ভারতীয় সময় রাত ৮:৩০ মিনিটে লুকা মদ্রিচ (Luka Modric)-ইভান পেরিসিচদের (Ivan Perisic) বিরুদ্ধে নামছে চলতি কাতার বিশ্বকাপের হট ফেভারিট দল। ভেন্যু এডুকেশন সিটি স্টেডিয়াম। এর আগে দেখে নেওয়া যাক, গত চার বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স কেমন ছিল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ব্রাজিল বনাম ফ্রান্স (২ জুলাই ২০০৬ সাল): কোয়ার্টার ফাইনালে জিনেদিন জিদানের একক নৈপুণ্যে হার মেনেছিল ব্রাজিল। ৫৭ মিনিটে থিয়েরি অঁরির গোলে ১-০ ব্যবধানের হারে দেশে ফিরেছিল ২০০২ সালের চ্যাম্পিয়নরা। এরপর পালাবদল শুরু হয় ব্রাজিলিয়ান ফুটবলে।



২) ব্রাজিল বনাম নেদারল্যান্ডস (২ জুলাই, ২০১০ সাল):  সেই ম্যাচটাও ২ জুলাইতে হেরেছিল ব্রাজিল। ২০১০ বিশ্বকাপের আগে মাঝের চার বছরে পুরোপুরি পাল্টে ফেলা হয় সেলেকাওদের দল। কাকা ও রবিনিও থাকলে অন্যান্য পজিশনে নতুন ফুটবলার নিয়ে এসেছিলেন কোচ দুঙ্গা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। ১০ মিনিটে রবিনিওর গোলে ব্রাজিল এগিয়ে ছিল ম্যাচে। কিন্তু বিরতির পর ওয়েসলি স্নেইডারের জোড়া গোলে আবারও স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের। ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়। 



আরও পড়ুন: FIFA World Cup 2022: ডাচদের হারিয়ে আর্জেন্টিনার 'বিতর্কিত' বিশ্বকাপ জয় থেকে দুই দলের ইতিহাস, জেনে নিন


আরও পড়ুন: FIFA World Cup 2022: সাংবাদিক বৈঠকে ঘাড় ধরে ছুড়ে ফেলা বিড়াল কি ব্রাজিলের রাস্তা কাটবে? দেখুন ভাইরাল ভিডিয়ো


৩) ব্রাজিল বনাম জার্মানি (৯ জুলাই, ২০১৪ সাল): ২০০২ সালের সেই একবার সেমি ফাইনালের বাধা টপকেছিল ব্রাজিল। এবার ছিল ঘরের মাঠে আয়োজিত ২০১৪ বিশ্বকাপ। বেলো হরিজেন্তো স্টেডিয়ামে শেষ চারের সেই ম্যাচ ব্রাজিল সমর্থকরা ভুলে যেতে চাইবেন। জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে ১৯৫০ বিশ্বকাপে ‘মারাকানাজ্জো’র পর ব্রাজিলিয়ান ফুটবলে সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছিলেন ডেভিড লুইসরা। সেই ম্যাচ জিতে ২০০২ সালের ফাইনালে প্রতিশোধ নিয়েছিল জার্মানরা। 



৪) ব্রাজিল বনাম বেলজিয়াম (৬ জুলাই, ২০১৮ সাল): চার বছর পর রাশিয়ায় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সোনালি প্রজন্মের মুখোমুখি হয়েছিল তিতের ব্রাজিল। ১৩ মিনিটে ফেরান্দিনহোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ৩১ মিনিটে কেভিন দ্য ব্রুইনের গোলে ২-০ গোলে এগিয়ে যায় 'রেড ডেভিলস'-রা। এরপর ৭৬ মিনিটে রেনাতো অগস্টো গোল করলেও, ব্রাজিল ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল সেলেকাওরা। 



একেক গোলের পর একেক ধরণের নাচ। এই রকম দশ রকমের নাচ নিয়ে নাকি সেলেকাওরা তৈরি হয়ে এসেছে। আমরা সাম্বা দেখেছি। কাতারে কার্নিভাল ব্রাজিল কোন পর্যায়ে নিয়ে যান সেটা দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল দুনিয়া। তবে এর আগে ব্রাজিলকে গত ২০ বছরের 'ভূত' নামাতেই হবে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)