জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুধু জয় নয়, রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপে (FIFA World Cup) আর্জেন্টিনার (Argentina) হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন মেসির। প্রয়াত দিয়েগো মারাদোনার (Diego Maradona) ২১ ম্যাচ খেলার রেকর্ড পিছনে ফেলে দিয়েছেন 'এল এম টেন' (LM 10)। পোল্যান্ডের (Poland) বিরুদ্ধে মাঠে নামতেই দেশের জার্সি গায়ে চাপিয়ে ২২তম ম্যাচ খেলার নজির গড়লেন এই মহাতারকা। এমন একটা ম্যাচে নিজে পেনাল্টি মিস করলেও, দল জিতেছে। স্বভাবতই খুশি মেসি। তাঁর দাবি, মারাদোনা বেঁচে থাকলে খুশি হতেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে চলতি কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ১৯৮৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের রেকর্ডটি সম্পর্কে কিছুদিন আগে জেনেছেন মেসি। চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তিকে স্মরণ করে মেসি বলেছেন, 'এই ব্যাপারটা কিছুদিন আগে জেনেছি। এমন সব রেকর্ড ভেঙে এগিয়ে চলা আনন্দের বিষয়। আমার মনে হয় দিয়েগো খুব খুশি হতেন। তিনি আমাকে অনেক স্নেহ করতেন। আমার সবকিছু পারফরম্যান্সে খুশি হতেন।' 


আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: 'আবার একটা ফাইনাল!' অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে কাদের সতর্ক করলেন মেসি?


আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: মেসির পেনাল্টি সেভ করেও বাজি হারলেন পোল্যান্ডের গোলকিপার ওয়েশনিখ স্ট্যাশনের! কিন্তু কেন?


সৌদি আরবের বিরুদ্ধে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। নীল-সাদা বাহিনী কি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে, সেটা নিয়ে অনেকের মনে ছিল আশঙ্কা। তবে মেসি মনে করেন, আর্জেন্টিনা একদম ঠিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে। তাঁর প্রতিক্রিয়া, 'পোল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলটির পর থেকে সবকিছু আমাদের ইচ্ছেমতোই হয়েছে। এরপর আমরা সেই খেলাটা ফিরিয়ে এনেছি, যেটা বিশ্বকাপের শুরু থেকেই খেলার চেষ্টা করছি। তবে এই ম্যাচে নিজেদের ছক অনুসারে খেলে ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছি।' 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)