জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরেই শুরু হয়ে যাবে কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022)। বিশ্ব ফুটবলের সবচেয়ে ইভেন্টের আগে ফের একবার বিতর্ক শুরু হয়ে গেল। এবার সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ ঘটালেন ফিফা প্রধান (FIFA President) জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখনও বিভিন্ন দল কাতারের নিয়ম, প্রবাসী শ্রমিকদের প্রতি করা আচরণ নিয়ে প্রশ্ন তুলছে। স্টেডিয়াম নির্মাণ করতে গিয়ে অনেক শ্রমিক মারা গেছেন বলে দাবি তাদের। এছাড়া সমকামীতা, মদ নিষিদ্ধ করায়ও চটেছেন সবাই। বিশেষত ইউরোপ থেকেই প্রতিবাদ আসছে বেশি। সেই নিন্দুকদের এবার এক হাত নিয়েছেন ইনফান্তিনো। বিশ্বকাপ শুরুর আগের দিন সাংবাদিক সম্মেলনে ইউরোপিয়ানদের নৈতিক জ্ঞান দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।  


ইনফান্তিনো বলেছেন, 'ইউরোপিয়ানদের কাছ থেকে অনেক লম্বা লম্বা জ্ঞান শুনছি। আমি ইউরোপিয়ান। গত ৩ হাজার বছর ধরে পৃথিবীজুড়ে আমরা যা করেছি। আমাদের আগামী তিন হাজার বছর ক্ষমা চেয়ে তারপর নৈতিক জ্ঞান দেওয়া উচিত। এটা ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে। যখন বল মাঠে গড়াবে, সবার নজর ফুটবলের দিকে চলে যাবে।'  


আরও পড়ুন: Cristiano Ronaldo, FIFA World Cup 2022: কাপ যুদ্ধের আগে চাপে 'সি আর সেভেন'! রোনাল্ডোর বিরুদ্ধে আদালতে যাচ্ছে ম্যান ইউনাইটেড


আরও পড়ুন: FIFA World Cup 2022: বিশ্বকাপে বিয়ারের বিক্রি বন্ধ, রাজার ইচ্ছা মেনে বাধ্য হয়ে বার্তা দিল ফিফা
 
ফিফা সভাপতি ফের যোগ করেছেন, 'শ্রমিকদের নিয়ে আসলে কে ভাবে? ফিফা ভাবে, ফুটবল ভাবে, বিশ্বকাপ ভাবে আর যদি সত্যি কথা বলি কাতারও ভেবেছে। কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে ছিলাম, যেখানে আমি বলেছি বিশ্বকাপে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য আমরা কী করব...এবং আমরা কীভাবে এগোচ্ছি সেটা কয়েক সপ্তাহ পরেই সবাই দেখতে পারবেন। এই সাংবাদিক সম্মেলনে ৪০০ সাংবাদিক আছে। তবে সেই অনুষ্ঠান কেবল চার জন ছিলেন।  এক কোটি বিশেষভাবে সক্ষম মানুষ আছেন পৃথিবীজুড়ে। কেউ তাদের নিয়ে ভাবে না। কেউ না। মাত্র চার জন সাংবাদিক ছিল!'


এমনকি কাতার বিশ্বকাপ সেরা খেলার ইভেন্ট হবে বলেও দাবি করেন তিনি। ইনফান্তিনো বলেন, 'আমার নিজেকে কাতারি মনে হচ্ছে, মনে হচ্ছে আফ্রিকান, মনে হচ্ছে সমকামী, মনে হচ্ছে বিশেষভাবে সক্ষম। আমার আজ নিজেকে মনে হচ্ছে প্রবাসী শ্রমিক।'  


সমকামীদের প্রবেশের ব্যাপারে ফিফা সভাপতি বলেছেন, 'আমি নিশ্চিত করতে পারি সবাইকে স্বাগতম। যদি আপনি এখানে বা ওখানে কাউকে এর বিপরীত বলতে শুনেন। তাহলে জেনে রাখুন এটা দেশের বক্তব্য না, ফিফাও এই মত জানাচ্ছে না।' 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)