জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জার্মানি বিশ্বকাপের (FIFA World Cup 2022) অভিযান শুরু করছে আগামিকাল। বুধবার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Khalifa International Stadium) প্রথম ম্যাচে তারা খেলবে জাপানের বিরুদ্ধে (Germany vs Japan)। ম্যাচের আগের দিনই বড় ধাক্কা খেল হ্যান্সি ফ্লিকের (Hansi Flick) শিষ্য়রা। দলের উইঙ্গার লিরয় সানে (Leroy Sane) চোটের জন্য় খেলতে পারছেন না এশিয়ার অন্য়তম শক্তিশালী দেশের বিরুদ্ধে। ২৬ বছরের বায়ার্ন মিউনিখের (FC Bayern Munich) তারকা ফুটবলারকে ছাড়াই দল সাজাতে হবে ফ্লিককে। সানের না খেলার সংবাদ জার্মানি ট্যুইট করেই জানিয়েছে। ডিএফবি এক বিবৃতিতে লিখেছে, '২৬ বছরের এফসি বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন ফুটবলার লিরয় সানে। চারবারের এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে না। হাঁটুতে সমস্য়ার জন্য সে খেলতে পারছে না। আল-শামালে ২৫ জন ফুটবলার এদিন চূড়ান্ত ট্রেনিং করেছেন।' চারবারের (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪) বিশ্বচ্যাম্পিয়ন দল জার্মানি গতবার বিশ্বকাপে ছিটকে গিয়েছিল প্রথম রাউন্ডেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনFIFA World Cup 2022, ARG vs KSA: শুরুতেই অঘটন! সৌদির সবুজ-স্রোতে ভেসে গেল মেসির নীল-সাদা স্বপ্ন!


কাতার বিশ্বকাপে জার্মানির দল:


গোলকিপার: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্দ্রে টার স্টেগেন (বার্সেলোনা) ও কেভিন ট্র্যাপ (এইনট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুর্ট)


ডিফেন্ডার: থিলো কেহরার (ওয়েস্ট হ্যাম), ডেভিড রাউম (লেইপজিগ), অ্যান্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকলাস সুল (বরুসিয়া ডর্টমুন্ড), ম্যাথিয়াস জিন্টার (ফ্রেইবার্গ), নিকো স্লটারব্যাক (বরুসিয়া ডর্টমুন্ড), লুকাস ক্লোস্টারম্যান (লেইপজিগ), ক্রিশ্চিয়ান গুন্টার (ফ্রেইবার্গ) ও আর্মেল বেলা কোচা (সাউদাম্পটন)।


মিডফিল্ডার: জোশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), লিয়ন গোরেৎজকা (বায়ার্ন মিউনিখ), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), ইকায় গুন্দোগান (ম্যাঞ্চেস্টার সিটি), জোনাস হোফম্যান (বরুসিয়া মনশেনগ্ল্যাডবাক), মারিও গোৎজে (এইনট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুর্ট), জুলিয়ান ব্র্যান্ড (বরুসিয়া ডর্টমুন্ড), কাই হার্ভাটজ (চেলসি)


ফরোয়ার্ড: সার্ড গ্যানাবরি (বায়ার্ন মিউনিখ), লেরয় সানে (বায়ার্ন মিউনিখ), করিম আদেইমি (বরুসিয়া ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ওয়ার্ডার ব্রেমেন), ইউসুফা মোকোকো (বরুসিয়া ডর্টমুন্ড)


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)