জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালেন্ডার বলছে হাতে আর ঠিক চারদিন। ২০ নভেম্বর কাতার ফুটবল বিশ্বকাপের কিক-অফ (FIFA World Cup 2022)। এই প্রথম কোনও পুরুষদের ফুটবল বিশ্বকাপে রেফারি ও সহকারি রেফারি মিলিয়ে মোট ছ'জন মহিলা থাকবেন মাঠে। এককথায় ফিফা ইতিহাস লিখছে কাতারে। যথার্থই বলেছেন ফিফা রেফারি কমিটির প্রধান ও কিংবদন্তি রেফারি পিয়েরলুইগি কলিনা (Pierluigi Collina)। মহিলা রেফারিদের নাম ঘোষণার সময়ে তিনি বলেছিলেন, 'আমরা গুণগত মানেই জোর দিয়েছে, ওটাই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে লিঙ্গ কখনও প্রাধান্য পায়নি। এবার কাতারে বাঁশি মুখে কড়া হাতে ম্যাচ নিয়ন্ত্রণ করবেন মোট ৩৬ জন রেফারি। মহিলাদের মধ্যে থাকছেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট (Stephanie Frappart), রুয়ান্ডার সালিমা মুকানসঙ্গা (Salima Mukansanga) ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা (Yoshimi Yamashita)। মোট ৬৯ জন সহকারি রেফারি থাকছেন। মহিলাদের মধ্যে রয়েছেন ব্রাজিলের নেউজা ব্যাক ( Neuza Back), মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা (Karen Diaz Medina) ও মার্কিন মুলুকের ক্যাথরিন নেসবিট (Kathryn Nesbitt)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্টেফানি ফ্র্যাপার্ট
ফরাসি রেফারি ইতিমধ্যেই ইতিহাস লিখেছেন তাঁর কেরিয়ারে। ৩৮ বছরের এই রেফারি প্রথম মহিলা হিসাবে ২০১৯ সালে ফ্রান্সের লিগ ওয়ানে রেফারিং করিয়েছেন। সেবছরই নিজের ঘরের মাঠে মহিলা বিশ্বকাপ খেলিয়েছেন। ফ্র্যাপার্ট ২০১৯ উয়েফা সুপার কাপ ফাইনালে লিভারপুল ও চেলসি ম্যাচে খেলিয়েছেন। ২০২০-তে চ্যাম্পিয়ন্স লিগে খেলিয়েছেন। গত মরসুমে ফরাসি কাপ ফাইনালেও তাঁকে পাওয়া গিয়েছে। ফ্র্যাপার্ট বলছেন, 'আমি সত্যিই আনন্দিত। এমন প্রত্যাশা ছিল না। বিশ্বকাপের চেয়ে বড় আর কী হতে পারে।'



ইয়োশিমি ইয়ামাশিতা
ফ্র্যাপার্টের চেয়ে বছর দুয়েকের ছোট ফ্র্যাপার্ট। ২০১৯ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ খেলানো প্রথম মহিলা রেফারি তিনি। ফ্র্যাপার্টের মতোই  ২০১৯-এ ফ্রান্সে আয়োজিত মেয়েদের ফুটবল বিশ্বকাপে তিনি রেফারিং করেছেন। এরপরের বছর অলিম্পিক্স গেমসেও তাঁকে পাওয়া গিয়েছিল রেফারি হিসাবে। ফিটনেস কোচ থেকে রেফারি হওয়া মহিলা বলছেন, 'এটা বিরাট দায়িত্ব। যা পেয়ে আমি খুশি। এমনটা হতে পারে বলে কখনও ভাবিনি।'


আরও পড়ুন: FIFA World Cup 2022: ঘোর সংকটে কাতার বিশ্বকাপ! সন্ত্রাসের হুমকি ইসলামিক স্টেটের...



 


সালিমা মুকানসঙ্গা
৩৪ বছরের রুয়ান্ডিয়ান চলতি বছর জানুয়ারি মাসে আফ্রিকা কাপ অফ নেশনসে রেফারিং করিয়েছিলেন। মহিলা হিসাবে যা নজির। ফ্র্যাপার্ট ও ইয়ামাশিতার মতোই  ২০১৯-এ ফ্রান্সে আয়োজিত মেয়েদের ফুটবল বিশ্বকাপে তিনি রেফারিং করেছেন। এরপর তাঁকে পাওয়া যায় ২০২০-র অলিম্পিক্স গেমসে। গুরুদায়িত্ব পেয়ে খুশি তিনিও 



 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)