FIFA World Cup 2022: ফ্রান্স হারতেই দেশজুড়ে রাস্তায় নেমে পড়ল দাঙ্গাবাজরা, সংঘর্ষে উত্তাল প্যারিস
সেমিফাইলানে ফ্রান্স মরক্কোকে হারানোর পর প্যারিসে ফ্রান্স ও মরক্কোর সমর্থকদের মধ্যে মারমারি শুরু হয়ে যায়। গতকালের সংঘর্ষ সামাল দেওয়ার জন্য দেশজুড়ে প্রায ১৪ হাজার রায়ট পুলিস মোতায়েন করেছিল ফ্রান্স সরকার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্রান্স হারতেই প্যারিসের রাস্তায় নেমে পড়ল দাঙ্গাবাজরা। দুই গোলে পিছিয়ে থেকেও দেশকে নাটকীয়ভাবে লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু তাতে কী। ফরাসি হুলিগানদের গোলমাল করার পরিকল্পনা ছিল আগে থেকেই। কাতারে ফাইনাল ম্যাচ শুরুর আগেই থেকেই প্যারিসের বিভিন্ন জায়গায় জড়ো হতে শুরু করে লোকজন। ক্যাম্পস এলিসিজ, আর্ক ডি ট্রাইয়োমফেতে লোকজনকে জড়ো হতে দেখেই কয়েক হাজার পুলিস মোতায়েন করা হয় প্যারিসের ভিন্ন জায়গায়। কিন্তু সেই বালির বাঁধ ভাঙল ফ্রান্স হারতেই।
আরও পড়ুন-বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পরে 'অশ্লীল' অঙ্গভঙ্গি এমিলিয়ানো মার্টিনেজের
টাইব্রেকারে দেশ হারতেই ভাঙচুর শুরু করে ফরাসি সমর্থকরা। রাস্তার পাশে দোকান, গাড়িতে হামলা চালায় উন্মত্ত লোকজন। পরিস্থিতি বেগতিক দেখে তাদের তাড়া করে পুলিস। ফাটানো হয় কাঁদানে গ্যাস, শুরু হল লাঠিচার্জ। প্রায় দুশোর কাছাকাছি দাঙ্গাকারীকে আটক করেছে পুলিস। প্য়ারিস ছাড়াও লিওন ও নিশতেও রাস্তায় নেমে ভাঙচুর করে দাঙ্গাকারীরা। লিওনে পাল্টা পুলিসের দিকে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিস।
এদিকে, পুলিসের ভয় ছিল প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসে কোনও গোলমাল পাকাবে কি না এমবাপে সমর্থকরা। সৌভাগ্যক্রমে তা হয়নি। সেখানে বহু আর্জেন্টিনার সমর্করা উল্লাসে মেতে ওঠেন। পুলিস তাদের ঘিরে রাখে।
ফাইনালে হেরেই শুধু নয়, সেমিফাইলানে ফ্রান্স মরক্কোকে হারানোর পর প্যারিসে ফ্রান্স ও মরক্কোর সমর্থকদের মধ্যে মারমারি শুরু হয়ে যায়। গতকালের সংঘর্ষ সামাল দেওয়ার জন্য দেশজুড়ে প্রায ১৪ হাজার রায়ট পুলিস মোতায়েন করেছিল ফ্রান্স সরকার। লিওনে গায়ে ফ্রান্সের পতাকা জড়িয়ে পুলিসের দিকে পাথর, বিয়ারের বোতল ছুড়তে থাকে।