FIFA World Cup 2022, Emiliano Martinez: বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পরে 'অশ্লীল' অঙ্গভঙ্গি এমিলিয়ানো মার্টিনেজের

আর্জেন্টিনার এই গোলরক্ষক তার ‘অশ্লীল’ উদযাপনের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন। মার্টিনেজ কোনও শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হবেন কিনা তা স্পষ্ট নয়। তবে আর্জেন্টিনার ফেডারেশনের পক্ষ থেকে কোনও অ্যাকশন নেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। 

Updated By: Dec 19, 2022, 11:03 AM IST
FIFA World Cup 2022, Emiliano Martinez: বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পরে 'অশ্লীল' অঙ্গভঙ্গি এমিলিয়ানো মার্টিনেজের
ছবি: ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গোল্ডেন গ্লাভ পুরস্কার জেতার পর তাঁর সেই জয় উদযাপনের ধরন আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বে।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নাটকীয় পেনাল্টি শুটআউটে ফ্রান্সের গোল রুখে জয়ের নায়ক হন মার্টিনেজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক পোডিয়ামের উপরে দাঁড়িয়ে তার গোল্ডেন গ্লাভ ট্রফিটি নিজের কুঁচকিতে চেপে ধরেন। সেই সময় তাঁর কাছাকাছি দাঁড়িয়েছিলেন কাতারের বিভিন্ন কর্মকর্তা। পরবর্তী সময়ে এই পুরস্কারকে তাঁর মাথার উপরে তুলে নাড়াতে দেখা যায়।

 

অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে মার্টিনেজ একটি বড় সেভ করে খেলাকে স্পট-কিক-এ নিয়ে যান এবং তারপরে শ্যুটআউটের সময় ফ্রান্সের শট আটকে খেলায় পার্থক্য গড়ে তোলেন।

আরও পড়ুন: FIFA World Cup 2022, Nora Fatehi: মেসি ম্যাজিকের আগে স্টেজে আগুন নোরা ফাতেহির, নাচের ছন্দে মাতল বিশ্ব

উত্তেজনাপূর্ণ পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার হয়ে নায়ক হন মার্টিনেজ। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ে তাঁর অসাধারণ অবদানের পরে, অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক ফাইনালে ফ্রান্সের কিংসলে কোমানের পেনাল্টি আটকে দেন। তাঁর তৈরি করা মানসিক চাপ তরুণ মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনিকে প্রভাবিত করে। স্পট-কিকটি গোলের বাইরে মারেন চুয়ামেনি।

আরও পড়ুন: Lionel Messi to Kylian Mbappe: সোনার বল জিতলেন মেসি, হেরেও সোনার বুটের মালিক এমবাপে, একনজরে পুরস্কারের তালিকা

 

মার্টিনেজের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি। তাঁর উচ্চতার সঙ্গেই মানানসই তাঁর ব্যক্তিত্ব। ৩০ বছর বয়সী অ্যাস্টন ভিলা কিপার কোয়ার্টার ফাইনালে এবং গত বছরের কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার পেনাল্টি শুটআউটের জয়ে মূল কারিগর ছিলেন।

মার্টিনেজ কোনও শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হবেন কিনা তা স্পষ্ট নয়। তবে আর্জেন্টিনার ফেডারেশনের পক্ষ থেকে কোনও অ্যাকশন নেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। ৩৬ বছর পরে তাদের বিশ্বজয়ের অন্যতম কারিগর গোলরক্ষক মার্টিনেজ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.