জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু'জনেই পরিশ্রমী। ওঁরা দু'জনেই গ্রেট। দুই ক্রীড়াবিদই আক্ষরিক অর্থে চ্যাম্পিয়ন। লড়াই, আগ্রাসন, বিপক্ষকে হুঙ্কার দিয়ে চিবিয়ে খাওয়া, দু'জনের মজ্জায় ও রক্তে মিশে রয়েছে। তবে দুই গোলার্ধে থাকা দু'জনের মধ্যে আরও একটা মিল আছে। কাকতালীয়ভাবে ওঁরা কেউই বিশ্বমঞ্চে সেরা ট্রফি জয়ের স্বাদ পাননি। একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর একজন বিরাট কোহলি (Virat Kohli)। পর্তুগালের (Portugal) অধিনায়ক সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপেও (FIFA World Cup) ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে পারলেন না। তেমনই বিরাট তাঁর কেরিয়ারে অগণিত রেকর্ড গড়লেও, বিশ্বকাপ (ICC World Cup) কিংবা আইসিসি (ICC) ট্রফি জয়ের স্বাদ পাননি। আর তাই টিম ইন্ডিয়ার (Team India) সিংহাসনচ্যুত প্রাক্তন অধিনায়ক খুব ভালোভাবেই 'সি আর সেভেন'-এর (CR 7) বুকের যন্ত্রণা উপলব্ধি করতে পারছেন। সেইজন্য চলতি বিশ্বকাপ (FIFA World Cup 2022) থেকে বিদায় নেওয়া, টানেলে কেঁদে ভাসানো রোনাল্ডোর জন্য আবেগি টুইট করে বসলেন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিরাট টুইটারে লিখেছেন, 'তুমি এই খেলাটার জন্য যা করেছ, গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য যা করেছ, কোনও ট্রফি দিয়ে সেটা পরিমাপ করা যায় না। মানুষের উপর তোমার প্রভাব কতটা কোনও শিরোপা দিয়ে সেটা বর্ণনা করা যায় না। আমি এবং আমার মতো অগণিত মানুষ তোমায় খেলতে দেখলে কী অনুভব করি, সেটাও কোনও শিরোপা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এটাই তোমাকে দেওয়া ঈশ্বরের সবচেয়ে বড় উপহার। যে মানুষটা নিজের সবটা খেলার মাঠে নিংড়ে দিতে পারে, যে মানুষটা হৃদয় দিয়ে খেলে, সেই মানুষটা বিশ্বের সব ক্রীড়াবিদের অনুপ্রেরণা, এটাই তাঁর জন্য ঈশ্বরের আশীর্বাদ।' 



আরও পড়ুন: FIFA World Cup 2022, MAR vs POR: রোনাল্ডো-ফার্নান্দো স্যান্টোসের ইগোর লড়াইয়ের সুযোগ নিয়ে ইতিহাস গড়ে শেষ চারে মরক্কো


আরও পড়ুন: Cristiano Ronaldo, FIFA World Cup 2022: ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ অধরাই! টানেলে কেঁদে বিদায় নিলেন পর্তুগিজ মহাতারকা


এখানেই থেমে থাকেননি বিরাট। তিনি ফের লিখেছেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তুমিই আমার কাছে সর্বকালের সেরা।' আসলে বিরাট বরাবই রোনাল্ডোর অন্ধভক্ত। চোখের জলে বিদায় নেওয়া পর্তুগিজ অধিনায়কের হার না মানা মানসিকতা, কঠোর পরিশ্রমে বিরাটকে অনুপ্রেরণা দিয়েছে। সেটা বিরাট একাধিক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন।



কথা ছিল শেষ বিশ্বকাপ তিনি ভরিয়ে দেবেন মহানায়কীয় মেজাজে। মাঠজুড়ে দাপিয়ে বেড়াবেন নিজের বুটজোড়ার দমে। কিন্তু সমস্যা তিনি বিতর্কিত। তাঁর মেজাজ বেশিরভাগ সময় সপ্তমে থাকে। যেহেতু তিনি মহাতারকা, তাই বেপরোয়াও। কিন্তু তাঁকেও তো মনে রাখতে হবে ৩৭ আর ২৩ বছর এক নয়। একে তো তাঁকে ঘিরে একনাগাড়ে চলতে থাকা বিতর্ক, আর এরসঙ্গে যোগ হয়েছে পর্তুগিজদের অনন্ত প্রত্যাশা। তাই শেষবার যাওয়ার আগে তিনি রাঙিয়ে দিয়ে যেতে পারলেন না। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মতো। নিজের হাতে তৈরি করা সোনার সংসার ঘেঁটে দিলেন! ফুটবল দেবতা তো এমন আচরণ সহ্য করবেন না। তা রোনাল্ডো যত বড়ই তাঁর ভক্ত হোন। স্বভাবতই বিশ্বকাপের উজ্জ্বল মঞ্চ থেকে বিষণ্ণ বিদায় হল ক্রিশ্চিয়ানোর। তবে তাই বলে কাঁটার মুকুট পরে বিদায় নেওয়া রোনাল্ডোকে নিয়ে বিরাটের আবেগ থামতেই চাইছে না। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App