FIFA World Cup 2026 Qualification: বিশ্বকাপের বাছাই পর্বে কঠিন গ্রুপে সুনীলের ভারত, সুনীলদের প্রতিপক্ষদের নাম জেনে নিন
সম্প্রতি ভারতের সঙ্গে কুয়েতের একাধিকবার দেখা হয়েছে ফুটবল মাঠে। তাদের আগ্রাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এক ম্যাচে ড্র করে (শেষ মুহূর্তে নিজেদের অসাবধানতায় হওয়া নিজ গোলে) এবং সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক গোলে পিছিয়ে থেকেও অবশেষে টাই ব্রেকারে জিতেছিল ভারত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ সালের বিশ্বকাপের (FIFA World Cup 2026) বাছাই পর্বে ভারতের গ্রুপে রয়েছে কাতার (Qatar), কুয়েত (Kuwait) ও আফগানিস্তান (Afghanistan) অথবা মঙ্গোলিয়া (Mongolia)। বৃহস্পতিবার অর্থাৎ ২৭ জুলাই, দুপুরে মালয়েশিয়ায় আগামী বিশ্বকাপ ও এশিয়ান কাপের (Asian Cup 2023) বাছাই পর্বের গ্রুপ বিন্যাস হল। ভারত (Indian Football Team) যেহেতু এখন ফিফার (FIFA) বিশ্ব ক্রমতালিকায় ৯৯ নম্বরে রয়েছে, তাই সুনীল ছেত্রী (Sunil Chhetri)-সন্দেশ জিঙ্ঘানরা (Sandesh Jinghan)সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে খেলবে। চলতি বছরের ১৬ নভেম্বর থেকে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
বাছাই পর্বে ভারতের গ্রুপে তাদের চেয়ে ক্রমতালিকায় ওপরে থাকা একমাত্র দল কাতার। বাকি দু’টি দল ক্রমতালিকায় তাদের চেয়ে নীচে রয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল তৃতীয় রাউন্ডে উঠবে। ফলে ভারতের তৃতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা রয়েছে। গত বিশ্বকাপের ও আসন্ন এশিয়ান কাপের আয়োজক কাতার এখন বিশ্ব ক্রমতালিকায় ৫৯ নম্বরে রয়েছে। ভারত রয়েছে ৯৯ নম্বরে। কুয়েত ১৩৭, আফগানিস্তান ১৫৭ ও মঙ্গোলিয়া ১৮৩ নম্বরে রয়েছে। প্রথম রাউন্ডে আফগানিস্তান ও মঙ্গোলিয়ার মধ্যে লড়াইয়ে জয়ী দল উঠবে দ্বিতীয় রাউন্ডে।
সম্প্রতি ভারতের সঙ্গে কুয়েতের একাধিকবার দেখা হয়েছে ফুটবল মাঠে। তাদের আগ্রাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এক ম্যাচে ড্র করে (শেষ মুহূর্তে নিজেদের অসাবধানতায় হওয়া নিজ গোলে) এবং সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক গোলে পিছিয়ে থেকেও অবশেষে টাই ব্রেকারে জিতেছিল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ভারত এ পর্যন্ত ন’বারের মুখোমুখিতে চারবার হারিয়েছে। একবার জিতেছে আফগানরা। বাকি চারবারই ড্র হয়েছে। গত বছর জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত তাদের হারায় ২-১ ব্যবধানে। সুতরাং পরিসংখ্যানও এগিয়ে রেখেছে ভারতকে।
আরও পড়ুন: Asian Games 2023: এশিয়াডের ড্র হয়ে গেল! সুনীল-সন্দেশদের লড়াই কাদের সঙ্গে?
একনজরে দেখে নিন বিশ্বকাপের বাছাই পর্বের গ্রুপ বিন্যাস হয়......
গ্রুপ এ- ভারত, কাতার, কুয়েত, আফগানিস্তান অথবা মঙ্গোলিয়া
গ্রুপ বি- মায়ানমার বা ম্যাকাও, উত্তর কোরিয়া, সিরিয়া, জাপান
গ্রুপ সি- সিঙ্গাপুর বা গুয়াম, থাইল্যান্ড, চিন, দক্ষিণ কোরিয়া
গ্রুপ ডি- চিনা তাইপে বা তিমর, মালয়েশিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, ওমান
গ্রুপ ই- হংকং চিন বা ভুটান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ইরান
গ্রুপ এফ- ইন্দোনেশিয়া বা ব্রুনেই, ফিলিপিন্স, ভিয়েতনাম, ইরাক
গ্রুপ জি- কম্বোডিয়া বা পাকিস্তান, তাজিকিস্তান, জর্ডন, সৌদি আরব
গ্রুপ এইচ- নেপাল বা লাওস, ইয়েমেন বা শ্রীলঙ্কা, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী
গ্রুপ আই- মলদ্বীপ বা বাংলাদেশ, লেবানন, প্যালেস্তাইন, অস্ট্রেলিয়া