নিজস্ব প্রতিবেদন: ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ হবে উত্তর আমেরিকায়। একযোগে বিশ্বকাপের আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বুধবার ফিফার সভায় ১৩৪ - ৬৫ ভোটে পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোকে হারিয়ে বিশ্বকাপ আয়োজনে অধিকার জয় করল ৩ দেশ। এর ফলে ১৯৯৪ সালের পর উত্তর আমেরিকায় ফিরবে ফুটবল বিশ্বকাপ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রথম ৩টি দেখে খেলা হবে ফুটবল বিশ্বকাপ। তবে অধিকাংশ খেলাই হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। ৮০টি ম্যাচের ৬০টি খেলা হবে মিসিপির পাড়ে। ১০ করে ম্যাচ পাবে মেক্সিকো ও কানাডা। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। 


বিশ্বকাপের কয়েকঘণ্টা আগে কোচহীন স্পেন


২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য মাস কয়েক আগে ঝাঁপায় মরক্কো। তবে ৩ দেশের সম্মিলিত শক্তির সামনে তাদের জয় অসম্ভব বলে মনে হচ্ছিল আগে থেকেই। সেদেশে ফুটবল বিশ্বকাপের আয়োজন হলে ফিফার রেকর্ড মুনাফা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।