জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলার হিসেবে দুটি বিশ্বকাপ (FIFA World Cup) জেতা বেশ কয়েকজনই আছেন। কিন্তু গোলকিপার হিসেবে দুটি বিশ্বকাপ জয়? ব্রাজিলের (Brazil) গিলমার নেভেস (Gilmar Neves) ছিলেন ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপজয়ী দলে। কিন্তু অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়? না, একজনও নেই। এমনকি গোলকিপার-অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ডও কারও ঝুলিতে নেই। লুসেল স্টেডিয়ামে আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে জিতলেই সেই অনন্য রেকর্ড গড়ে ফেলবেন হুগো লরিস (Hugo Lloris)। প্রথম অধিনায়ক তো বটেই, প্রথম গোলকিপার-অধিনায়ক হিসেবেও টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে ফেলতে পারেন ফ্রান্সের (France) এই তারকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন পর্যন্ত টানা দুটি বিশ্বকাপ জেতার রেকর্ড আছে শুধু ইতালি ও ব্রাজিলের। ইতালি জিতেছিল ১৯৩৪ ও ১৯৩৮ সালে, ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে। তবে দুই আসরে দল দুটির অধিনায়ক ছিলেন ভিন্ন দুজন। ব্রাজিলের '৫৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক হিলদারালদো বেলিনি ছিলেন '৬২-তেও। কিন্তু ততদিনে গুরুত্ব হারিয়ে বেঞ্চে বসে যেতে হয়েছে তাঁকে। বিশ্বকাপ দলের সদস্য হিসেবেই রয়ে গিয়েছিলেন তিনি। 


আরও পড়ুন: Nora Fatehi, FIFA World Cup Final 2022: মেসি-এমবাপেদের আগে লুসেল স্টেডিয়ামে কোমর দুলিয়ে আগুন ঝরাবেন নোরা


আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup Final 2022: চোটের 'গল্প' উড়িয়ে বদলার মেগা ফাইনালের আগে কী বললেন লিওনেল মেসি? জানতে পড়ুন


গোলকিপার-অধিনায়কদেরও কেউ একবারের বেশি বিশ্বকাপ জিততে পারেননি। চার বছর আগে হুগো লরিস বিশ্বকাপ হাতে তোলার আগে গোলকিপার-অধিনায়ক হিসেবে একই কীর্তি গড়েছিলেন ইতালির জিয়ানপেইরো কোমবি (১৯৩৪) ও দিনো জফ (১৯৮২) এবং স্পেনের ইকর ক্যাসিয়াস (২০১০)। তাঁদের সঙ্গে যৌথ তালিকায় থাকা লরিসের সামনে এখন রেকর্ডটা এককভাবে নিজের করে নেওয়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। 


এক সপ্তাহ পরেই ৩৬ বছরে পা দেবেন ফ্রান্সের গোলকিপার। নাটকীয় কিছু না ঘটলে এই ফাইনালই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ। এরই মধ্যে ফ্রান্স ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি (১৪৪) আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলেছেন। এখন শেষবেলায় তাঁর সামনে জোড়া বিশ্বকাপ জয়ের হাতছানি রয়েছে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)