নিজস্ব প্রতিবেদন: গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম তথা শেষ টেস্ট ছিল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। করোনার কারণে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলের সঙ্গেই, সিরিজ অসমাপ্ত ভাবে শেষ হয়েছিল এক ম্যাচ বাকি রেখে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (England Cricket Board) শুক্রবার জানিয়ে দিল যে, আগামী বছর বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। খেলা হবে ১-৫ জুলাই। এই সিরিজে ভারত ২-১ এগিয়ে রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইসিবি জানাচ্ছে যে, সূচিতেও বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের হোম সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ এজবাস্টনের বদলে ওল্ড ট্র্যাফোর্ডে হবে। অন্যদিকে আগামী বছর জুনে ভারতের ফের ইংল্যান্ড সফর রয়েছে। তিনটি টি-২০ ও সমসংখ্যক ওয়ান-ডে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত-ইংল্যান্ডের। ইংল্যান্ড বোর্ড জানিয়ে দিয়েছে যে, সেই সিরিজ ৬ দিনের জন্য় পিছিয়ে গিয়েছে। প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে ৭ জুলাই। 



আরও পড়ুন: WT20: এক নয়, দুই দলের ওপরেই বাজি ধরছেন Shane Warne


ইসিবি-র চিফ এক্সিকিউটিভ টম হ্যারিসন বলেন, "আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা একটা বিসিসিআইয়ের সঙ্গে একটা চুক্তিতে আসতে পেরেছি যে, অসাধারণ একটা সিরিজের দারুণ সমাপ্তি হতে চলেছে।" হ্যারিসন ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকেও ধন্যবাদ জানিয়েছে তাদের সহযোগিতা করার জন্য। বিসিসিআই সচিব জয় শাহ বলছেন, "আমিও খুশি যে, ইংল্যান্ড-ইন্ডিয়া টেস্ট সিরিজ এবার যথার্থ ভাবে শেষ হবে। দারুণ সিরিজ দেখেছি। এবার একটা ফাইনাল দেখব।" বলাই বাহুল্য ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার জন্যই ঝাঁপাবে কোহলি অ্য়ান্ড কোং।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)