Virat Kohli: অবশেষে কোহলির ব্যাটে রান! বড় কথা বলে দিলেন সুনীল গাভাসকর
ফাফ দু প্লেসিসের (Virat Kohli) সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কোহলি। ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংস সাজিয়েছিলেন ৬টি চার ও ১টি ছয়ে। ১০৯.৪৩-এর স্ট্রাইক রেটে ব্য়াট করলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে স্বস্তি! রানের মুখ দেখলেন বিরাট কোহলি (Virat Kohli)। গত শনিবার চলতি আইপিএলে (IPL 2022) প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন বিশ্ববন্দিত ক্রিকেটার। চূড়ান্ত অফ-ফর্মের মধ্যে দিয়ে যাওয়া কোহলি একেবারে মেজাজেই প্রত্যাবর্তন করলেন।
শনিবাসরীয় আইপিএল ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি।
ফাফ দু প্লেসিসের (Virat Kohli) সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কোহলি। ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংস সাজিয়েছিলেন ৬টি চার ও ১টি ছয়ে। ১০৯.৪৩-এর স্ট্রাইক রেটে ব্য়াট করলেন তিনি। কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। প্রাক্তন ব্যাটিং মায়েস্ত্রো বলছেন এই ইনিংস কোহলিকে আত্মবিশ্বাস দেবে।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "এরকম একটা নকেরই প্রয়োজন ছিল ওর। এমনকী আরসিবিও চেয়েছিল। একবার রান পেতে থাকলে আগামী ম্যাচগুলিতেও এগিয়ে যাবে কোহলি। আরসিবি-র প্রধান ব্যাটার একদম পরিষ্কার হিট করছে। ওর পা খুব সুন্দর ভাবে জায়গায় আসছে। এই ইনিংস ওকে আত্মবিশ্বাস দেবে। এটা বলাই যায় যে, আরসিবি ভীষণ ভীষণ খুশি হয়েছে।"
চলতি আইপিএলে কোহলি একেবারেই রানের মধ্যে ছিলেন না। প্রথম ৯ ম্যাচে মাত্র ১২৮ রান (৪১ , ১২, ৫, ৪৮, ১,১২, ০, ০, ৯) রান করেছিলেন তিনি। পরপর দুই ম্যাচে হয়েছেন 'গোল্ডেন ডাক'ও! অর্থাৎ ফিরেছেন প্রথম বলেই। কোহলির রানে ফেরায় শুধু তিনি বা তাঁর ফ্র্যাঞ্চাইজি স্বস্তি পেল না। কোহলির আপামোর অনুরাগীরাও শান্তি পেলেন।
আরও পড়ুন: Mumbai Indians: অবশেষে জিতল মুম্বই ইন্ডিয়ান্স! রোহিতের জন্মদিনে দলের উপহার
আরও পড়ুন: MS Dhoni Returns As CSK Captain: 'ধোনি ইজ ব্যাক!' সোশ্যালে উঠল সুনামি