FIH Series Finals: জাপানকে হারিয়ে সিরিজ জয় ভারতীয় মহিলা হকি দলের
টোকিও অলিম্পিকের যোগ্যতা নির্ধারণের ফাইনাল রাউন্ডও নিশ্চিত করে ফেলে ভারতের মেয়েরা।
নিজস্ব প্রতিবেদন : শনিবার এফআইএইচ সিরিজের সেমি ফাইনালে চিলিকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ভারতীয় মহিলা হকি দল। সেই সঙ্গে টোকিও অলিম্পিকের যোগ্যতা নির্ধারণের ফাইনাল রাউন্ডও নিশ্চিত করে ফেলে ভারতের মেয়েরা। রবিবার ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল রানি রামপালরা।
হিরোশিমায় আয়োজিত এফআইএইচ সিরিজ ফাইনালসে ম্যাচের শুরু থেকে আয়োজক জাপানের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলা শুরু করে ভারতীয় মহিলা হকি দল।
ম্যাচের ৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রানি রামপালের গোলে এগিয়ে যায় ভারত। অবশ্য ১১ মিনিটে জাপানের কানুন মোরি সমতা ফেরান। ম্যাচের ৪৫ মিনিটে ভারতকে এগিয়ে দেন গুরজিৎ কৌর। এরপর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে স্কোরলাইন ৩-১ করেন গুরজিৎ কৌর।
শেষ পর্যন্ত জাপানকে ৩-১ গোলে হারিয়ে এফআইএইচ সিরিজ ফাইনালসে চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা হকি দল। টুৰ্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের রানি রামপাল।
আরও পড়ুন - Copa America 2019: পেরুকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল