নিজস্ব প্রতিনিধি : আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা লিখুন। আর হয়ে যান ব্রাজিল সমর্থক। শর্ত একটাই, আপনার গায়ে 'আর্জেন্টিনা সমর্থক' তকমা থাকা চাই। নীল-সাদা থেকে হলুদ শিবিরে আসতে তা হলে আর কোনও সমস্যা থাকবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নাইজেরিয়া হারাল আইসল্যান্ডকে, বিশ্বকাপে অক্সিজেন পেল আর্জেন্টিনা


ফুটবল বিশ্বকাপ শুরু হওয়া মানেই ফের বঙ্গভঙ্গ। এক পাশে হলুদ তল্লাট। আরেক পাশে নীল-সাদা সরণি। ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের এ লড়াই চিরন্তন। পতাকা, প্ল্যাকার্ড, পোস্টারের গণ্ডি পেরিয়ে দুই শিবিরের লড়াইয়েও এখন আধুনিকতার ছোঁয়া স্পষ্ট। হলুদ হোক বা নীল-সাদা, লড়াকু সমর্থকরা এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আরও একখানা কুরুক্ষেত্র পেয়েছেন। তা হল সোশ্যাল মিডিয়া। ফেসবুক হোক বা টুইটার অথবা ইনস্টাগ্রাম। যুদ্ধ যুদ্ধ একটা ভাব সর্বত্র। এ যুদ্ধে রক্তক্ষরণের সম্ভাবনা নেই। অস্ত্র বলতে ব্যঙ্গ, বিদ্রুপ মিশ্রিত কিছু মিম। ব্যস, এতেই বিপক্ষ কাত। 



আরও পড়ুন- আর্জেন্টিনার হার, নোট লিখে নিখোঁজ কেরলের যুবক...


আর্জেন্টিনা সমর্থকদের জন্য এমনই একটা মিম বাজারে ছেড়েছে বাংলাদেশের এক দল ব্রাজিল সমর্থক। বাংলাদেশের মৌলভীবাজারের সেই মিম এখন ভাইরাল। যাতে লেখা 'আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগদান করার ফর্ম।' 


আরও পড়ুন- ক্রোয়েশিয়ার কাছে হারের পর তুমুল অশান্তি আর্জেন্টিনা শিবিরে


প্রথম ম্যাচে ড্র। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ। আর্জেন্টিনা শিবিরের মতো নীল-সাদা সমর্থককূলও এখন বোতলবন্দি। রাস্তাঘাটে ঝুলছে স্রেফ কিছু একাকী আর্জেন্টাইন পতাকা। সোশ্যাল সাইটে তো নীল-সাদা ব্রিগেডের নাম আর নিশান দুটোই প্রায় বিলুপ্ত। এমন সুযোগ হেলায় হারাতে রাজি নয় হলুদ বাহিনি। বিপক্ষ শিবিরে আঘাত হানতে তারা কিছু মজার মিম ছেড়েছে সোশ্যাল বাজারে। সেইসব মিমগুলো যেন এক-একটা বিধ্বংসী বোমার মতো আছড়ে পড়ছে আর্জেন্টিনা শিবিরে। নীল-সাদা পাড়া থেকে তার পর থেকে আর কোনও সাড়া পড়ছে না। মেসি অ্যান্ড কোংয়ের মতো তাদের দলের ভক্তরাও আপাতত মিম বোমার আঘাতে কুপোকাত। হাসি, অট্টহাসির চড়া শব্দ উঠছে হলুদ পাড়া থেকে।