ক্রোয়েশিয়ার কাছে হারের পর তুমুল অশান্তি আর্জেন্টিনা শিবিরে

ম্যাচ শেষেই ফুটবলাররা নিজেদের মধ্যে বৈঠক করে

Updated By: Jun 22, 2018, 06:09 PM IST
ক্রোয়েশিয়ার কাছে হারের পর তুমুল অশান্তি আর্জেন্টিনা শিবিরে

নিজস্ব প্রতিবেদন : ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার আশঙ্কায় আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার কাছে হারের পর আর্জেন্টিনা শিবিরে নাকি প্রবল অশান্তি দেখা দিয়েছে। কোচ স্যাম্পাওলির বিরুদ্ধে একজোট ফুটবলাররা। বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে কোচ জর্জ স্যাম্পাওলিকে কোচ হিসেবে চাইছেন না মেসি-আগুয়েরোরা।

আরও পড়ুন- মেসির বিশ্বকাপ স্বপ্ন যেন দুঃস্বপ্ন!

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি চোখে পড়েছে স্যাম্পাওলির বিচিত্র রণনীতি। স্যাম্পাওলির এই অদ্ভুত স্টাইলের সঙ্গে মেসি বা আগুয়েরোদের কেউই খাপ খাওয়াতে পারেননি। আর সেই কারণেই স্যাম্পাওলিকে না পসন্দ তাঁদের। শেষ ম্যাচে দলের কোচ হিসেবে চাচ্ছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন আর্জেন্তিনিয় তারকা বুরুচাগাকে। জানা গেছে, ম্যাচ শেষেই ফুটবলাররা নিজেদের মধ্যে বৈঠক করে জানিয়েছেন, সাম্পাওলির অধীনে তাঁরা আর খেলতে চান না।

আরও পড়ুন- "সব দোষ আমার, ক্ষমা করে দিন"

মেসিরা চাইলেও সাম্পাওলির ছাঁটাই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের জন্য খুব একটা সহজ হবে না। স্যাম্পাওলির সঙ্গে আর্জেন্টিনা দলের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে, সাম্পাওলিকে এখনই যদি ফেডারেশন ছাঁটাই করে, তাহলে তাঁকে ক্ষতিপূরণ বাবদ ২০মিলিয়ন ডলার দিতে হবে। এদিকে শোনা যাচ্ছে, স্যাম্পাওলিকে ছাঁটাই করা না হলে লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সের্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, মার্কো রোহো, হাভিয়ের মাসচেরানো, লুকাস বিলিয়া, এভার বানেগার মতো ফুটবলাররা।

.