নিজস্ব প্রতিবেদন: এফআইআর হল অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগির সুশীল কুমার ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। মধ্য দিল্লির ডিসিপি এমএস রানধাওয়া ওই এফআইআর-এর কথা সংবাদ মাধ্যমে জানিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন এই এফআইআর? পুলিস সূত্রে খবর, শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আগামী বছর গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের জন্য খেলোয়াড় নির্বাচন হচ্ছিল। সেখানেই সুশীল কুমার ও অন্য এক কুস্তিগির প্রবীণ রানার সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে ‌যায়।


আরও পড়ুন-উলুবেড়িয়া উপনির্বাচনে বিজেপির 'সম্ভাব্য প্রার্থী'কেই দলে টেনে মুকুলকে ধাক্কা দিল তৃণমূল


এদিন কোয়ালিফাইং রাউন্ডে প্রবীণ কুমারের বিরুদ্ধে সেমিফাইনালে ৭-৩ গেমে জয়ী হন সুশীল কুমার। তার পরই দুপক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে ‌যায়।পুলিসের দাবি ৪০ জনের একটি দল ওয়ার্মআপ হল-এ এসে ব্যাপক ভাঙচুর করে।  


উল্লেখ্য, দেশের অন্যতম কুস্তিগির সুশীল কুমার সম্প্রতি চোট সারিয়ে রিংয়ে ফিরেই কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন।