জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে মহারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ (Border-Gavaskar Trophy)। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। অপটাস স্টেডিয়ামে মহাযুদ্ধের ১০ দিন আগেই টিম ইন্ডিয়া চলে এসেছে ক্য়াঙারুর দেশে। টেস্ট সিরিজের আগে ভারত কোনওরকম প্রস্তুতি ম্য়াচের রাস্তায় হাঁটেনি। তবে গৌতম গম্ভীরের টিম বেছে নিয়েছে গোপনে অনুশীলন! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুশীলন এতটাই গোপন যে, পারথের ওয়াকা গ্রাউন্ডে কার্যত লকডাউন। শুধুই রুদ্ধদ্ধার অনুশীলনই নয়, কাক-পক্ষীতেও যাতে ভারতের মহড়ার কোনও খবরাখবর না পায়, তার জন্য় মাঠের সকল কর্মীর ফোনের ব্য়বহারও নিষিদ্ধ করা হয়েছে। তবে কথায় আছে,  বজ্র আঁটুনি, ফস্কো গেরো! সেটাই ঠিক হল ভারতীয় দলের ক্ষেত্রে। কেউ বা কারা ভারতীয় দলের নেট সেশনের ভিডিয়ো শ্যুট করে নেটপাড়ায় ছেড়ে দিয়েছে! কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থদের ব্য়াটিং অনুশীলনের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে প্র্যাকটিসের প্রথম ভিজুয়াল হিসাবে। 


আরও পড়ুন: একুশের তাজা রক্তে মুছল গাবার নায়কের নাম! মাত্র দু'শব্দের নিদানেই দরজা বন্ধ হল তাঁর?
 





ক্রীড়া সাংবাদিক ট্রিস্টান লাভালেট একাধিক ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর এক্স হ্য়ান্ডেলে। এমনকী তিনি এও লিখেছেন যে, যশস্বী-ঋষভ মারকুটে মেজাজে ব্য়াট করেছেন। বড় বড় শট নিয়েছেন তিনি। এমনকী যশস্বীর শটে বল পাশের রাস্তায় গিয়ে পড়েছে। সাংবাদিক বলেছেন যে, সেই সময় কোনও পথচারী রাস্তায় না থাকায় কোনও চোট-আগাত লাগেনি কারোর।


ভারতীয় ক্রিকেটে এখনও চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার এবং ভারতের দুই ব্য়াটিং সুপারস্টার বিরাট ও রোহিতের হতশ্রী ক্রিকেট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট করেছেন ৯৩ রান! রোহিতের হাফ ডজন ইনিংসে সংগ্রহ ৯১ রান! দেখা যাক এই দুই তারকা কী করেন অস্ট্রেলিয়ায়। বিরাটের কিন্তু অস্ট্রেলিয়ায় আগুন জ্বালানো ধাতে আছে। ৫৪-র গড়ে তিনি ১৩৫২ রান করেছেন টেস্টে। ১৩ ম্য়াচে ৬টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন। দেখা যাক এবার তিনি কী করেন!


আরও পড়ুন: OMG! ১১/১১/১১ তারিখে ১১.১১-র সময়ে ১১১ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)