Nelson OF All Nelsons In Cricket: OMG! ১১/১১/১১ তারিখে ১১.১১-র সময়ে ১১১ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার

Nelson OF All Nelsons In Cricket: 'নেলসন অফ অল নেলসনস' ফিরে আসে বারবার! আজ আবার ফিরে দেখার দিন  

Updated By: Nov 11, 2024, 05:26 PM IST
Nelson OF All Nelsons In Cricket: OMG! ১১/১১/১১ তারিখে ১১.১১-র সময়ে ১১১ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংরেজি ক্যালেন্ডারের হিসাব বলছে আজ ১১ নভেম্বর, সাল ২০২৪। দিন-মাস-সাল জুড়লে হবে ১১/১১/২০২৪। দিন-মাসের মিলমিশে হলেও গড়মিল রয়েছে সালে। তবে ২০১১ সালের এই তারিখটি ছিল ১১/১১/১১! আর এই তারিখেই বাইশ গজে ঘটে যায় এক অবিস্মরণীয় ঘটনা। যে ঘটনা ইতিহাসে পরিচিত 'নেলসন অফ অল নেলসনস' নামে! 

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার টেস্ট হয়েছিল ১১/১১/১১ তারিখে কেপটাউনে। আর ও দিনই প্রোটিয়াদের দুপুর ১১টা ১১-র সময়ে জয়ের জন্য় ১১১ রান প্রয়োজন ছিল! অভাবনীয় বললেও যা কম! এমন ঘটনা এরপর আর কখনও হয়নি।

আরও পড়ুন: 'ওর ভারতীয় ক্রিকেট নিয়ে...' ! রোহিত-বিরাটকে কিছু বলার আগে এবার দু'বার ভাববেন পন্টিং

আম্পায়ার ইয়ান গাউল্ড তখন ম্য়াচ চলাকালীন, এক মজার পরামর্শ দিয়েছিলেন, মাঠের সকল খেলোয়াড় এবং দর্শকদের এক পায়ে দাঁড়িয়ে, এক মিনিটের জন্য এই বিশেষ মহূর্ত উদযাপন করতে বলেছিলেন। এই ম্য়াচ যদিও দক্ষিণ আফ্রিকা জিতেছিল। এই ঘটনার ১৩ বছর পরের ১১ নভেম্বরেও এই ঘটনার যেমন প্রাসঙ্গিকতা রয়েছে, প্রতি ১১ নভেম্বরই তা থাকবে..

এবার একটু নেলসনের দিকে আলোকপাত করা যাক। কোনও দলের বা ব্যক্তিগত স্কোর ১১১ হলেই বলা হয় নেলসন স্কোর। তার দ্বিগুণ বা তিনগুন হলে ডাবল নেলসন, ট্রিপল নেলসন নামে পরিচিত। ভাইস-অ্যাডমিরাল হোরাটিও নেলসন ব্রিটিশ রয়্যাল নেভির অফিসার ছিলেন। তাঁর নাম থেকেই এসেছে ক্রিকেটে নেলসন।

কথিত আছে, যুদ্ধ করতে করতে, জীবনের শেষ পর্যায়ে এসে নেলসনের কেবল একটি চোখ-হাত-পা অবশিষ্ট ছিল। তবে চোখ এবং পায়ের তথ্য় ভুল বলেই মনে করা হয়। নেলসন পায়ে চোট পেয়েছিলেন এবং তাঁর এক চোখের দৃষ্টি কমে গিয়েছিল। জয়ই আসল লক্ষ্য়, তাই বলা হল One Eye, One Arm, One Ambition। অনেকেই মনে করেন যে, নেলসন বিষয়টি ক্রিকেটের কুসংস্কার। ক্রিকেটের খারাপ বিষয়গুলি এই ১১১-র সঙ্গে জুড়ে। যদিও নয়ের দশকে দ্য ক্রিকেটার ম্যাগাজিন জানায় যে, এসবই অর্থহীন।

আরও পড়ুন: রাজধানী ছেড়ে এবার চেন্নাই এক্সপ্রেসে পন্থ? হাতে ৫৫ কোটি নিয়ে সিএসকে কর্তার বিরাট আপডেট

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

 

.