নিজস্ব প্রতিবেদন:  অ্যাডিলেডে (Adelaide) প্রথম ইনিংসে দু'বার জীবনদান পান মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)। জশপ্রীত বুমরাহর  (Jasprit Bumrah) পর সহজ ক্যাচ ফেলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। আর সেখানেই দুরন্ত ক্যাচ ধরে ক্যাপ্টেন কোহলি (Virat Kohli) নিজেই যেন মাঠে দৃষ্টান্ত স্থাপন করলেন বাকিদের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিষেক ম্যাচে ব্যাট করতে নামা ক্যামেরুন গ্রিনকে (Cameron Green) ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ডানদিকে ঝাঁপিয়ে উড়ন্ত কোহলির (Virat Kohli) দুরন্ত ক্যাচ। ১১ রান করেন গ্রিন।


 



অ্যাডিলেডে (Adelaide) পিঙ্ক বল টেস্টে ভারতের প্রথম ইনিংস ২৪৪ রানে শেষ হবার পর অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে। ম্যাথু ওয়েড (Matthew Wade) আউট হওয়ার পরে ক্রিজে আসেন মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)। মহম্মদ শামির বলে ক্যাচ দিয়েছিলেন জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। কিন্তু বাউন্ডারি লাইনে সেই ক্যাচ বুমরাহর হাতের তলা দিয়ে চলে যায়।


 


আরও পড়ুন- Covid outbreak: Sydney তে  Australia-India তৃতীয় টেস্ট ঘিরে আশঙ্কা


এরপর বুমরার (Jasprit Bumrah) বলে লাবুশানের (Marnus Labuschagne) সহজ ক্যাচ মিস করেন পৃথ্বী শ। ২১ রানে দ্বিতীয়বার জীবন দান পেয়ে যান লাবুশানে (Marnus Labuschagne)। একের পর এক যখন ক্যাচ মিস হচ্ছে, ঠিক তখনই দুরন্ত ক্যাচ ধরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।


 



অশ্বিনের (Ravichandran Ashwin) বলে ক্যামেরন গ্রিনের (Cameron Green) মারা শট ডানদিকে ঝাঁপিয়ে উড়ন্ত কোহলির (Virat Kohli) দুরন্ত ক্যাচ। গোটা  দলের কাছে যেন দৃষ্টান্ত হয়ে রইলেন ক্যাপ্টেন কোহলি (Virat Kohli)।



আরও পড়ুন- Mohammad Amir-এর মতোই মানসিক অত্যাচারের শিকার হয়েছিলেন! বিস্ফোরক দাবি Shoaib Akhtar-এর