Mohammad Amir-এর মতোই মানসিক অত্যাচারের শিকার হয়েছিলেন! বিস্ফোরক দাবি Shoaib Akhtar-এর

পাশাপাশি শোয়েব আখতার (Shoaib Akhtar) এটাও জানিয়েছেন যে আমিরকে (Mohammed Amir) নিজের কাছে পেলেই বদলে দেবেন তিনি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 18, 2020, 03:07 PM IST
Mohammad Amir-এর মতোই মানসিক অত্যাচারের শিকার হয়েছিলেন! বিস্ফোরক দাবি Shoaib Akhtar-এর
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  মহম্মদ আমিরের (Mohammed Amir) আচমকা অবসরে স্বাভাবিকভাবেই পাকিস্তান ক্রিকেটে ঝড় উঠেছে। এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন পেসার শোয়েব আখতারও (Shoaib Akhtar)। তিনিও ক্রিকেট জীবনে মহম্মদ আমিরের (Mohammed Amir)মতোই মানসিক অত্যাচারের শিকার হয়েছিলেন, বলে বিস্ফোরক দাবি তুললেন।

অতিরিক্তি চাপ হয়ে যাচ্ছে। এই বলে গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির (Mohammed Amir)। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের  (Pakistan Cricket Board) ওপর তোপ দেগে আমির (Mohammed Amir) বলেন, দিনের পর দিন ম্যানেজমেন্ট-এর মানসিক অত্যাচার আর নিতে পারছি না। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত অনেক ঝড় সামলেছি। আর পারছি না।

আরও পড়ুন- Messi-Ronaldo কে হারিয়ে  The Best FIFA Men’s Player জিতে নিলেন Robert Lewandowski

এদিকে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার (Shoaib Akhtar) বলেন, আমি খোলামেলা বলছি, "২০১১ বিশ্বকাপে আমার সঙ্গে মোটেও ভাল ব্যবহার করা হয়নি।
 শুধুমাত্র আফ্রিদি নয়, গোটা টিম ম্যানেজমেন্টই এর সঙ্গে জড়িত ছিল। আমি এটা খোলাখুলি বলছি। আমাকে নানাভাবে বিব্রত করার চেষ্টা করা হয়েছিল। তবে আমি এসব নিয়ে আর মাথা ঘামাই না, কারণ আমি অবসর আগেই ঘোষণা করে দিয়েছি।"

পাশাপাশি শোয়েব আখতার (Shoaib Akhtar) এটাও জানিয়েছেন যে আমিরকে (Mohammed Amir) নিজের কাছে পেলেই বদলে দেবেন তিনি। তাঁর প্রতিক্রিয়া, "আমিরকে আমার কাছে দিন। এরপর দেখুন, মাঠে সে কী জাদু দেখায়! ওর মতো প্রতিভার অপচয় হতে দেবেন না।"

আরও পড়ুন- Covid outbreak: Sydney তে  Australia-India তৃতীয় টেস্ট ঘিরে আশঙ্কা

.